নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৈঃশব্দতা...

নভো নীল দীপ্তি

নভো নীল দীপ্তি › বিস্তারিত পোস্টঃ

প্রশান্ত এক আত্মা...

০১ লা আগস্ট, ২০১৯ ভোর ৫:৩০







কোন এক মধ্যরাতে জুঁই ফুলের শুভ্র সফেদ খুশবু চাই তোমার তরে,

সফেদ শুভ্র সেই খুশবু ছেয়ে যায় যেনো কোন এক প্রশান্ত আত্মা পরে!!


আসমানী সফেদ সিতারা হয় যেন তাতে দিশেহারা, খুশবু ছড়িয়ে দেয় যেনো সে চারি ধারে!!


শেষ রাতের আধাঁরে মোড়া সফেদ শুভ্র আভাটা দিয়ো মোরে,

হারিয়ে যেতে যেতে ছুঁয়ে দিতে চাই তোমার রহমতের সেই সফেদ চাদরটারে!!


এক পৃথিবী সফেদ শুভ্র ভালোবাসা রেখে দিতে চাই এই ধরণীর তরে,

পায় যেনো সে আন্তরিক সন্তষ্টি আরশে আজীমের স্রষ্টার পরে!!


আগমনী পথে পাই যেন সম্ভাষণ কোন এক সফেদ ফুলের শুভ্র খুশবুর,

রহমতের ফেরেশতারা গায় যেনো প্রশস্তি সেই শুভ্র প্রশান্ত আত্মা তরে!!


প্রশস্তি গাঁথা ধ্বনিত হয় যেনো তার সেই প্রশান্ত আত্মার তরে,

” হে প্রশান্ত আত্মা, ফিরে চল তোমার রবের তরে সন্তুষ্টুচিত্তে”!!


সফেদ শুভ্রতায় ভরপুর, প্রশান্ত এক আত্মা চাই শুধু আজ তোমার তরে!!


কোন এক মধ্যরাতে জুঁই ফুলের শুভ্র সফেদ খুশবু চাই তোমার তরে,

সফেদ শুভ্র সেই খুশবু ছেয়ে যায় যেনো কোন এক প্রশান্ত আত্মা পরে!!


আসমানী সফেদ সিতারা হয় যেন তাতে দিশেহারা, খুশবু ছড়িয়ে দেয় যেনো সে চারি ধারে!!


শেষ রাতের আধাঁরে মোড়া সফেদ শুভ্র আভাটা দিয়ো মোরে,

হারিয়ে যেতে যেতে ছুঁয়ে দিতে চাই তোমার রহমতের সেই সফেদ চাদরটারে!!


এক পৃথিবী সফেদ শুভ্র ভালোবাসা রেখে দিতে চাই এই ধরণীর তরে,

পায় যেনো সে আন্তরিক সন্তষ্টি আরশে আজীমের স্রষ্টার পরে!!


আগমনী পথে পাই যেন সম্ভাষণ কোন এক সফেদ ফুলের শুভ্র খুশবুর,

রহমতের ফেরেশতারা গায় যেনো প্রশস্তি সেই শুভ্র প্রশান্ত আত্মা তরে!!


প্রশস্তি গাঁথা ধ্বনিত হয় যেনো তার সেই প্রশান্ত আত্মার তরে,

” হে প্রশান্ত আত্মা, ফিরে চল তোমার রবের তরে সন্তুষ্টুচিত্তে”!!


সফেদ শুভ্রতায় ভরপুর, প্রশান্ত এক আত্মা চাই শুধু আজ তোমার তরে!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: কি লিখেছেন? কবিতা??
বড্ড এলোমেলো আর অগোছালো।

২| ০১ লা আগস্ট, ২০১৯ সকাল ৯:২১

ইসিয়াক বলেছেন: শুভসকাল

৩| ০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: লিখতে থাকুন।

৪| ০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো। ছন্দ সাজিয়ে, অন্ত্যমিল রেখে লিখতে গেলে মাঝেমধ্যে ভাবের ধারাবাহিতা ঠিক থাকেনা।
বিষয়টা মাথায় রেখে লিখলে আরো ভালো হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.