নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে করে অথবা স্টাইল করে বাংলা লিখতে লিখতে বাংলা আসল বানানই ভুলে যান অনেকে। অনেকে একাডেমিক শিক্ষা শেষ করে ভাবেন বাংলা বানান নিয়ে চিন্তা করে আর কী হবে! কিন্তু আমাদের ভাষা, সংস্কৃতি বাচাঁতে হবে। তাছাড়া বাংলায় বিভিন্ন বিষয়ক টিউটোরিয়ালও পাবেন এ ব্লগে।

ইসতিয়াক আহমেদ অভি

আমি একজন ছাত্র। কুমিল্লা জিলা স্কুল থেকে ২০১৬ খ্রিস্টাব্দে এস. এস. সি উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছি নটর ডেম কলেজে। বানান নিয়ে আগ্রহ জাগে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে অংশ নিতে গিয়ে, পরবর্তীতে ২০১৬ সালের বানান বীর প্রতিয়োগিতায় চট্টগ্রাম অঞ্চলে সৌভাগ্যক্রমে প্রথম হই। এর পূর্বে চন্দ্রবিন্দু নামক স্থানীয় শিশু-কিশোর পত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়।

ইসতিয়াক আহমেদ অভি › বিস্তারিত পোস্টঃ

ণ-ত্ব বিধানের খুঁটিনাটি

০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৯:৫০

পূর্ব পোস্টের সাথে মিলিয়ে পড়লে আপনার সুবিধা হবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে লাগার পাশাপাশি পাশাপাশি কেন হয়, কীভাবে হয় জানাটাই উত্তম। অগ্রিম ধন্যবাদ ও ইদ(মতান্তরে ঈদ) মোবারক।

কোন কোন শব্দের ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য হবে না?
উ. : নিচের ক্ষেত্রগুলোতে ণ-ত্ব বিধান প্রযোজ্য হবে না :
১. শব্দটির মূল সংস্কৃত না হলে। যেমন- লন্ঠন, দরুন।
২. শব্দটি সমাসবদ্ধ হলে। যেমন- ত্রিনয়ন, র্সবনাম, দুর্নাম, দুর্নীতি।
৩. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো ণ হয় না। যেমন- অন্ত, গ্রন্থ, ক্রন্দন।

দরুন/দরুণ- কোনটি শুদ্ধ? কেন?
উ. : ণ-ত্ব বিধানের ২ নম্বর নিয়ম অনুসারে মনে হওয়া স্বাভাবিক যে দরুণ-ই শুদ্ধ।
কারণ ‘দরুণ’এ ‘র’ এর পর স্বরবর্ণ(দরুণ = দ্ + অ +র্ + উ +ণ), তারপর ‘ণ’ হওয়াই স্বাভাবিক। কিন্তু ণ-ত্ব বিধান কেবল তৎসম শব্দের(যেসব শব্দের মূল সংস্কৃত) ক্ষেত্রে প্রযোজ্য।
আমি সবাইকে জানিয়ে রাখতে চাই ‘দরুন’ শব্দটির মূল সংস্কৃত নয়। এটি ফারসি(পারসি) থেকে বাংলায় ঢুকেছে। কাজেই দরুন-ই শুদ্ধ।

লন্ঠন/লণ্ঠন- কোনটি শুদ্ধ? কেন?
উ. : বাংলা ভাষার ব্যাকরণ(নবম-দশম শ্রেণি) বইয়ে ণ-ত্ব বিধান অংশে ‘লণ্ঠন’ শব্দটি উদাহরণ হিসেবে দেওয়া আছে।
কিন্তু বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধানে দেখা যায়, ‘লন্ঠন/লণ্ঠন’ শব্দটি ইংরেজি lantern থেকে এসেছে। কাজেই শুদ্ধ বানান হবে ‘লন্ঠন’।


মূলত বানান নিয়ে মাতামাতি থেকে নেওয়া এই লেখাটি। সকলকে ধন্যবাদ।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৯:৫৯

শায়মা বলেছেন: ণ-ত্ব বিধান খুবই ঝামেলাময় ভাইয়া।

অনেক অনেক থ্যাংকস পোস্টের জন্য।

২| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ১০:০৬

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: দারুণ এর মূল কোন ভাষার? উপকারী, খুবই উপকারী পোস্ট।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ১০:৪৭

ভাবনা ২ বলেছেন: ধন্যবাদ । খুব ভাল পোষ্ট

৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ১১:৪০

ডঃ এম এ আলী বলেছেন: খুবই প্রয়োজনীয় একটি বিষয়ের উপরে লিখেছেন । অনেক দিন ধরে আপনার মত একজন লিখক খুঁজতে ছিলাম । আমি চাই বাংলা বানান রীতিটা একটু সহজ হোক। এখানে এই মন্তব্যের ঘরে বিস্তারিত বলার চেয়ে ভাল হয় আপনি যদি সামুতে পোষ্ট করা আমার নিম্মোক্ত দুটি পোষ্ট দুটি একটু দেখেন । বিষয়টিকে প্রাথমিক পর্যায়ে একটু হালকা ও সহজভাবে নেয়ার জন্য রম্য রচনা আকারে লিখা হয়েছে । একটি গদ্যে আর একটি কবিতার মত দেখতে লিখায় পোষ্ট করা হয়েছে । দেখে কিছু বলার থাকলে কিংবা করার থাকলে জানালে খুশী হব । নীচে লিখা দুটির শিরোনাম ও লিংক দেয়া হল ।
http://www.somewhereinblog.net/blog/ali2016/30113476
বাংলা ভাষায় বর্ণ কমানোর বিষয়ে ভাবনা

http://www.somewhereinblog.net/blog/ali2016/30133025
বাংলা বানান নিয়ে টানাটানি : বর্ণ সংখ্যা কমানো যায়কি?( একটি রম্য কাব্য)

ভাল থাকার শুভ কামনা রইল

৫| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৫

আলম দীপ্র বলেছেন: বাহ বাহ ! :D

৬| ০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১৫

আলগা কপাল বলেছেন: ণ-ত্ব বিধানের পোস্ট। কিন্তু সবাই ষ-ত্ব বিধানে ভুল করছে। "পোস্ট" না লিখে সবাই "পোষ্ট" কেন লিখছে বোধগম্য নয়।

৭| ০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৯

মাদিহা মৌ বলেছেন: খুবই দরকারী পোস্ট। বানান নিয়ে সত্যিই ঝামেলা লাগে।

৮| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৮

আরণ্যক রাখাল বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.