![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ছাত্র। কুমিল্লা জিলা স্কুল থেকে ২০১৬ খ্রিস্টাব্দে এস. এস. সি উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছি নটর ডেম কলেজে। বানান নিয়ে আগ্রহ জাগে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে অংশ নিতে গিয়ে, পরবর্তীতে ২০১৬ সালের বানান বীর প্রতিয়োগিতায় চট্টগ্রাম অঞ্চলে সৌভাগ্যক্রমে প্রথম হই। এর পূর্বে চন্দ্রবিন্দু নামক স্থানীয় শিশু-কিশোর পত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়।
আমরা অনেকেই পিসি বা ল্যাপটপ চালাতে গিয়ে দেখি উইন্ডোজ স্লো হয়ে গিয়েছে।
সেজন্য আমরা অনেক ধরনের ক্লিনার সফটওয়্যার ডাউনলোড করি।
অথচ আমরা জানি না উইন্ডোজের ডিফল্ট সফটওয়্যার দ্বারাই কাজটি করা যায়।
সেজন্য শুরুতেই Win Key + R চাপি।
তারপর সেখানে cleanmgr কমান্ডটি লিখে ওকে চাপলেই ডিস্ক ক্লিনআপ চালু হয়ে যাবে।
বিস্তারিত জানার জন্য :
উইন্ডোজের disk cleanup ব্যবহার করে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন
©somewhere in net ltd.