নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে করে অথবা স্টাইল করে বাংলা লিখতে লিখতে বাংলা আসল বানানই ভুলে যান অনেকে। অনেকে একাডেমিক শিক্ষা শেষ করে ভাবেন বাংলা বানান নিয়ে চিন্তা করে আর কী হবে! কিন্তু আমাদের ভাষা, সংস্কৃতি বাচাঁতে হবে। তাছাড়া বাংলায় বিভিন্ন বিষয়ক টিউটোরিয়ালও পাবেন এ ব্লগে।

ইসতিয়াক আহমেদ অভি

আমি একজন ছাত্র। কুমিল্লা জিলা স্কুল থেকে ২০১৬ খ্রিস্টাব্দে এস. এস. সি উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছি নটর ডেম কলেজে। বানান নিয়ে আগ্রহ জাগে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে অংশ নিতে গিয়ে, পরবর্তীতে ২০১৬ সালের বানান বীর প্রতিয়োগিতায় চট্টগ্রাম অঞ্চলে সৌভাগ্যক্রমে প্রথম হই। এর পূর্বে চন্দ্রবিন্দু নামক স্থানীয় শিশু-কিশোর পত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়।

ইসতিয়াক আহমেদ অভি › বিস্তারিত পোস্টঃ

আজীবনের জন্য Winrar অ্যাকটিভেট করুন

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩

আমরা zip বা rar ফাইল খোলার জন্য অহরহ Winrar ব্যবহার করি।
পিসিতে বা ল্যাপটপে চালানোর জন্য Winrar ডাউনলোড করলে সেটি ৪০ দিন Free ব্যবহার করা যায়।
তারপর Winrar কিনতে বলা হয়। আপনার সামর্থ্য তথা ক্রেডিট কার্ড থাকলে অবশ্যই কিনবেন(কারণ তারা আসলেই ক্রেডিট পাবার যোগ্য)।
কিন্তু যদি আপনার ক্রেডিট কার্ড না থাকে, তবে আপনি অ্যাকটিভেটর ব্যবহার করতে পারেন।
কীভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, সবই দেওয়া আছে :

আজীবনের জন্য Winrar অ্যাকটিভেট করুন(ভিডিও লিংক)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ।

০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৮

ইসতিয়াক আহমেদ অভি বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ, কোনো সমস্যা হলে জানাতে ভুলবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.