নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে করে অথবা স্টাইল করে বাংলা লিখতে লিখতে বাংলা আসল বানানই ভুলে যান অনেকে। অনেকে একাডেমিক শিক্ষা শেষ করে ভাবেন বাংলা বানান নিয়ে চিন্তা করে আর কী হবে! কিন্তু আমাদের ভাষা, সংস্কৃতি বাচাঁতে হবে। তাছাড়া বাংলায় বিভিন্ন বিষয়ক টিউটোরিয়ালও পাবেন এ ব্লগে।

ইসতিয়াক আহমেদ অভি

আমি একজন ছাত্র। কুমিল্লা জিলা স্কুল থেকে ২০১৬ খ্রিস্টাব্দে এস. এস. সি উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছি নটর ডেম কলেজে। বানান নিয়ে আগ্রহ জাগে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে অংশ নিতে গিয়ে, পরবর্তীতে ২০১৬ সালের বানান বীর প্রতিয়োগিতায় চট্টগ্রাম অঞ্চলে সৌভাগ্যক্রমে প্রথম হই। এর পূর্বে চন্দ্রবিন্দু নামক স্থানীয় শিশু-কিশোর পত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়।

ইসতিয়াক আহমেদ অভি › বিস্তারিত পোস্টঃ

নষ্ট পেনড্রাইভ/মেমোরি কার্ড ঠিক করুন সহজেই

০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১:১০

#টেক_পোস্ট
পেনড্রাইভ/মেমোরি কার্ড ফরম্যাট করতে পারছেন না?
দেখায় Windows was unable to complete the format?

চিন্তার কিছু নেই। নিচের টিপস পড়লে এবং ভিডিও টিউটোরিয়ালটি দেখলে আশা করি পেনড্রাইভটি সহজেই ঠিক করতে পারবেন।
১. শুরুতেই পেনড্রাইভটি লাগান।
২. সার্চে গিয়ে cmd লিখুন এবং Run as Administrator সিলেক্ট করুন।
৩. Diskpart লিখুন এবং এন্টার দিন।
৪. list disk লিখুন এবং এন্টার দিন।
৫. পেনড্রাইভ বা মেমোরি কার্ড এর ডিস্কটি সিলেক্ট করুন(ছবি ও ভিডিওতে select disk 1)।
৬. clean লিখুন এবং এন্টার দিন।
৭. create partition primary লিখুন এবং এন্টার দিন।
৮. active লিখুন এবং এন্টার দিন।
৯. select partition 1 লিখুন এবং এন্টার দিন(আপনার partition নম্বর যত হয় লিখুন )।
১০. format fs=fat32 লিখুন এবং এন্টার দিন।
১১. 100% পর্যন্ত অপেক্ষা করুন, কাজ শেষ।

ধন্যবাদ। সমস্যা হলে কমেন্টে জানাতে ভুলবেন না।

বুঝতে সমস্যা হলে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার পোস্ট।

০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৩

ইসতিয়াক আহমেদ অভি বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ, কোনো সমস্যা হলে জানাতে ভুলবেন না।

২| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৮

লিচপেথ বলেছেন: উপকারী পোস্ট। ধন্যবাদ ।

০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৫

ইসতিয়াক আহমেদ অভি বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ, কোনো সমস্যা হলে জানাতে ভুলবেন না।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৯

তাজুল ইসলাম নাজিম বলেছেন: আমি এই উপায়ে দিয়েছি পারিনি।
পেনড্রাইভ দেওয়ার সাথে সাথেই ফরম্যাট চায় এবং বার বার একইভাবে চাইতেই. থাকে।

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৫

ইসতিয়াক আহমেদ অভি বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ। পেনড্রাইভ দেওয়ার সাথে সাথেই ফরম্যাট চাইলে ফরম্যাটের উইন্ডোটি ক্লিক না করে সার্চে যাওয়া যায় না???
ভিডিওটি দেখতে পারেন : ভিডিও টিউটোরিয়াল

৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

সুমন কর বলেছেন: পরে ট্রাই করে দেখতে হবে......

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৯

ইসতিয়াক আহমেদ অভি বলেছেন: অবশ্যই দেখবেন, কেন নয়?
মন্তব্য করার জন্য ধন্যবাদ, কোনো সমস্যা হলে জানাতে ভুলবেন না।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬

ধ্রুবক আলো বলেছেন: ভাই এটা কি সত্যি কার্যকর?! মানে কাজ হয়েছে এটার সত্যতা আছে কি না?!

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৭

ইসতিয়াক আহমেদ অভি বলেছেন: ভিডিও টিউটোরিয়ালে দেখতে পারেন।
মন্তব্য করার জন্য ধন্যবাদ, কোনো সমস্যা হলে জানাতে ভুলবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.