নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে করে অথবা স্টাইল করে বাংলা লিখতে লিখতে বাংলা আসল বানানই ভুলে যান অনেকে। অনেকে একাডেমিক শিক্ষা শেষ করে ভাবেন বাংলা বানান নিয়ে চিন্তা করে আর কী হবে! কিন্তু আমাদের ভাষা, সংস্কৃতি বাচাঁতে হবে। তাছাড়া বাংলায় বিভিন্ন বিষয়ক টিউটোরিয়ালও পাবেন এ ব্লগে।

ইসতিয়াক আহমেদ অভি

আমি একজন ছাত্র। কুমিল্লা জিলা স্কুল থেকে ২০১৬ খ্রিস্টাব্দে এস. এস. সি উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছি নটর ডেম কলেজে। বানান নিয়ে আগ্রহ জাগে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে অংশ নিতে গিয়ে, পরবর্তীতে ২০১৬ সালের বানান বীর প্রতিয়োগিতায় চট্টগ্রাম অঞ্চলে সৌভাগ্যক্রমে প্রথম হই। এর পূর্বে চন্দ্রবিন্দু নামক স্থানীয় শিশু-কিশোর পত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়।

ইসতিয়াক আহমেদ অভি › বিস্তারিত পোস্টঃ

কমান্ড প্রম্পট(cmd) ব্যবহার করে ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করার পদ্ধতি

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১

#টেক_পোস্ট
শুরুতেই বলে রাখা ভালো, এটি ওয়াইফাই হ্যাকিং নয়।
আমি শুধু দেখাব, কীভাবে আপনার ল্যাপটপ বা পিসিতে সংযোগকৃত(যেকোনো সময়) ওয়াইফাই
এর পাসওয়ার্ড কমান্ড প্রম্পট ব্যবহার করে বের করা যায়।
ভিডিও টিউটোরিয়ালে দেখুন।
১. শুরুতে cmd তথা কমান্ড প্রম্পট চালু করতে হবে।
২. সেখানে netsh wlan show profile লিখুন ও এন্টার দিন।

৩. All User Profile অংশে আপনি আপনার ল্যাপটপ বা পিসিতে সংযোগকৃত(যেকোনো সময়)
ওয়াইফাই এর নামগুলো দেখতে পাবেন।
৪. netsh wlan show profile Wifi Name key=clear লিখুন(Wifi Name অংশে ওয়াইফাই এর নাম লিখুন) ও এন্টার দিন।
৫. Security settings এর Key Content অংশে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি পেয়ে যাবেন।

বুঝতে সমস্যা হলে ভিডিও টিউটোরিয়ালে দেখুন।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৬

দূর পাহাড়ে বলেছেন: আপনার উদ্দেশ্যটা কি জানতে পারি? এটা মানুষকে শেখালেন আর আপনার পাসওয়ার্ড কেউ হ্যাক করবে না- এটা ভাবা কি ঠিক।

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৬

ইসতিয়াক আহমেদ অভি বলেছেন: আমি ভেবেছি...
এটি ওয়াইফাই হ্যাকিং নয়, পুরাতন ওয়াইফাই পাসওয়ার্ড বা পাসওয়ার্ড ভুলে গেলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।
মন্তব্য করার জন্য ধন্যবাদ, কোনো সমস্যা হলে জানাতে ভুলবেন না।

২| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


ভালো, কাজ করেছে

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৮

ইসতিয়াক আহমেদ অভি বলেছেন: আপনার মত কেউ একজন মন্তব্য করলো আমার পোস্টে, আমার ব্লগ ধন্য হয়ে গেল, ভাই।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো।

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৫

ইসতিয়াক আহমেদ অভি বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ, কোনো সমস্যা হলে জানাতে ভুলবেন না।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৮

আমি পোলাপাইণ বলেছেন: |-)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬

ইসতিয়াক আহমেদ অভি বলেছেন: |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.