নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে করে অথবা স্টাইল করে বাংলা লিখতে লিখতে বাংলা আসল বানানই ভুলে যান অনেকে। অনেকে একাডেমিক শিক্ষা শেষ করে ভাবেন বাংলা বানান নিয়ে চিন্তা করে আর কী হবে! কিন্তু আমাদের ভাষা, সংস্কৃতি বাচাঁতে হবে। তাছাড়া বাংলায় বিভিন্ন বিষয়ক টিউটোরিয়ালও পাবেন এ ব্লগে।

ইসতিয়াক আহমেদ অভি

আমি একজন ছাত্র। কুমিল্লা জিলা স্কুল থেকে ২০১৬ খ্রিস্টাব্দে এস. এস. সি উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছি নটর ডেম কলেজে। বানান নিয়ে আগ্রহ জাগে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে অংশ নিতে গিয়ে, পরবর্তীতে ২০১৬ সালের বানান বীর প্রতিয়োগিতায় চট্টগ্রাম অঞ্চলে সৌভাগ্যক্রমে প্রথম হই। এর পূর্বে চন্দ্রবিন্দু নামক স্থানীয় শিশু-কিশোর পত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়।

ইসতিয়াক আহমেদ অভি › বিস্তারিত পোস্টঃ

Windows 10 Fall Creators Update এর ISO ফাইল ডাউনলোডের সহজ পদ্ধতি

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩২

#টেক_পোস্ট

আমি আপনাদেরকে দেখাব কীভাবে সহজেই মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে Windows 10 Fall Creators Update এর ISO ফাইল ডাউনলোড করা যায়।
সরাসরি ভিডিওতে দেখতে পারেন।

ধাপ :
১. শুরুতে ব্রাউজারে(Google Chrome) যাব। Customize and control Google Chrome> More tools> Extensions এ যাব।
২. নূতন পাতাটির নিচে Get more extensions এ ক্লিক করি।
৩. User Agent Switcher লিখে Search করি।
৪. User-Agent Switcher for Google Chrome কে Install করার জন্য ADD TO CHROME এ ক্লিক করি।
৫. Install হওয়ার পর আমরা Google এ Windows 10 লিখে সার্চ করি। বিজ্ঞাপন ব্যতীত সরাসরি ডাউনলোড লিংকই আসার কথা... যদি না আসে তবে লিংকটির জন্য এখানে ক্লিক করুন।
৬. এবার আপনি User Agent Switcher for Google Chrome এ গিয়ে Default কে পরিবর্তন করে Chrome on Ubuntu তে সিলেক্ট করুন ও রিফ্রেশ করুন। আপনি ISO ফাইলটি পেয়ে গিয়েছেন।

বিস্তারিত ভিডিও টিউটোরিয়ালে দেখুন...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.