![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ছাত্র। কুমিল্লা জিলা স্কুল থেকে ২০১৬ খ্রিস্টাব্দে এস. এস. সি উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছি নটর ডেম কলেজে। বানান নিয়ে আগ্রহ জাগে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে অংশ নিতে গিয়ে, পরবর্তীতে ২০১৬ সালের বানান বীর প্রতিয়োগিতায় চট্টগ্রাম অঞ্চলে সৌভাগ্যক্রমে প্রথম হই। এর পূর্বে চন্দ্রবিন্দু নামক স্থানীয় শিশু-কিশোর পত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়।
#টেক_পোস্ট
আমি আপনাদেরকে দেখাব কীভাবে সহজেই মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে Windows 10 Fall Creators Update এর ISO ফাইল ডাউনলোড করা যায়।
সরাসরি ভিডিওতে দেখতে পারেন।
ধাপ :
১. শুরুতে ব্রাউজারে(Google Chrome) যাব। Customize and control Google Chrome> More tools> Extensions এ যাব।
২. নূতন পাতাটির নিচে Get more extensions এ ক্লিক করি।
৩. User Agent Switcher লিখে Search করি।
৪. User-Agent Switcher for Google Chrome কে Install করার জন্য ADD TO CHROME এ ক্লিক করি।
৫. Install হওয়ার পর আমরা Google এ Windows 10 লিখে সার্চ করি। বিজ্ঞাপন ব্যতীত সরাসরি ডাউনলোড লিংকই আসার কথা... যদি না আসে তবে লিংকটির জন্য এখানে ক্লিক করুন।
৬. এবার আপনি User Agent Switcher for Google Chrome এ গিয়ে Default কে পরিবর্তন করে Chrome on Ubuntu তে সিলেক্ট করুন ও রিফ্রেশ করুন। আপনি ISO ফাইলটি পেয়ে গিয়েছেন।
বিস্তারিত ভিডিও টিউটোরিয়ালে দেখুন...
©somewhere in net ltd.