নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

স্বাভাবিকভাবে চার সন্তানের জন্ম

১০ ই জুন, ২০১৪ রাত ১০:১২

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আজ মঙ্গলবার স্বাভাবিকভাবে (বিনা সিজারে) চার চারটি সন্তানের জন্ম দিয়েছেন জেবা বেগম (১৮) নামের এক মা।



স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের চিকিত্সক আফরোজা পারভীনের তত্ত্বাবধানে ছিলেন জেলার গন্ডগ্রাম উত্তরপাড়ার গৃহবধূ জেবা। তিনি সকাল ১০টা ৫০ মিনিটে ১.৯ কেজি ওজনের একটি ছেলে, সকাল ১০টা ৫৮ মিনিটে ১.৫ কেজি ওজনের ছেলে, বেলা ১১টা ২৫ মিনিটে ১.৫ কেজি ওজনের একটি মেয়ে এবং দুপুর ১২টা ১৫ মিনিটে ১.২ কেজি ওজনের আরেকটি মেয়ের জন্ম দেন।



চিকিত্সকের মতে, স্বাভাবিকভাবে চারটি সন্তানের জন্ম দেওয়ার ঘটনা বিরল। মা ও চার সন্তান সুস্থ আছে। চার বাচ্চাকে হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।



শিশুদের পিতা রায়হান গ্যারেজের শ্রমিক। তিনি জানান, আড়াই বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর পর প্রথম বাচ্চাটি গর্ভাবস্থায় মারা যায়। একসঙ্গে চার সন্তানের জন্মে আনন্দিত বলে জানালেন রায়হান। তবে আর্থিকভাবে তেমন স্বচ্ছল না রায়হান সন্তানদের নিয়ে চিন্তিত বলেও জানান। চার সন্তানকে কীভাবে বড় করবেন, সেই শঙ্কা ছাপিয়ে যাচ্ছে তাঁর খুশিকে।আরটিভি’র সংবাদ সম্পূর্ণ ভিডিও আকারে দেখতে ভিজিট করুন

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:১৫

পংবাড়ী বলেছেন:


হায়রে জেবা বেগম, এত সৌভাগ্য আনার জন্য রাশিয়া বা জাপান গেলে ভালো হতো, ওদের মানউষের দরকার।

১১ ই জুন, ২০১৪ সকাল ৮:৪৫

সনজিত বলেছেন: শুভেচ্ছা পংবাড়ী

২| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:১৭

পংবাড়ী বলেছেন:


" চার সন্তানকে কীভাবে বড় করবেন, সেই শঙ্কা ছাপিয়ে যাচ্ছে তাঁর খুশিকে।"

-যাক, আমরা আছি, পারলে জেবাকে বলবেন যে, উনার বাচ্ছাদের আমরা পড়ালেখা শেখাবো, সাহায্য করবো; হয়েই যখন গেছে, বাকীটা দেশবাসী দেখবে।

১১ ই জুন, ২০১৪ সকাল ৮:৪৮

সনজিত বলেছেন: শুভেচ্ছা পংবাড়ী

৩| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:৪২

টয়ম্যান বলেছেন: জেবা বেগমকে শুভেচ্ছা :)

১১ ই জুন, ২০১৪ সকাল ৮:৪৯

সনজিত বলেছেন: আপনা কেউ শুভেচ্ছা

৪| ১০ ই জুন, ২০১৪ রাত ১১:০৫

পৌষ বলেছেন: সুবহানআল্লাহ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.