নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

পুরুষের প্রজনন ক্ষমতা কমায় মোবাইল ফোন

১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:০৮

মোবাইল ফোন ব্যবহারে পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায়। বিশেষ করে মোবাইল ফোনটি চালু করে প্যান্টের পকেটে রাখলে পুরুষের শুক্রানুতে বড় ধরনের প্রভাব ফেলে এবং তা কমে প্রায় অর্ধেক হয়ে যায়। এমনকি মোবাইলের রেডিয়েশন শুক্রানুর গুণগত মানেও প্রভাব ফেলে।



সম্প্রতি এই গবেষণায় দেখা গেছে, রেডিয়েশন শুক্রানুর গতিপ্রকৃতি আট শতাংশ হ্রাস করে। বিশ্বের প্রায় এক হাজার ৪৯২জন এই গবেষণায় যুক্ত ছিলেন। প্রায় দশটি জরিপের ফলাফল একত্রিত করে এই গবেষণা চালানো হয়েছে।



উন্নত দেশগুলোর প্রায় প্রত্যেক দম্পত্তি এখন মোবাইল সেট ব্যবহার করে। ফলে দম্পত্তি এদের প্রায় ১৪ শতাংশ শুধুমাত্র মোবাইল সেটের রেডিয়েশনের জন্যেই সন্তান ধারন করতে পারেন না।



গবেষকরা জানিয়েছেন, চালু থাকা মোবাইল ফোন প্যান্টের পকেটে রাখলে তা শুক্রানু তৈরীর পরিমাণ কমিয়ে দেয়। বাবা হতে চাচ্ছেন, এমন যুবকদের ক্ষেত্রে দেখা গেছে, চার ঘণ্টা চালু মোবাইল ফোন সেট প্যান্টের পকেটে রাখলে, তার শুক্রানু অর্ধেক হয়ে যায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৩২

ঢাকাবাসী বলেছেন: ভেরি গুড। তাহলে পকেটে দুটো করে ফোন রাখা ভাল, দেশে মানুষ উৎপাদন কমত, অপদার্থ অকর্মন্য অদক্ষ দুর্ণীতিবাজ জন্মনিয়ন্ত্রন অধিদপ্তরটা বাতিল করে দিয়ে সবাইকে মাগনা দুইসেট করে মোবাইল ফোন দেয়া যেত! ২৩-২৪ কোটি মানুষ নিয়ে দেশটা বড় কষ্টে আছে!

২| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১০:০১

হাসান বিন নজরুল বলেছেন: রেডিয়েশন প্রটেক্ট করার যে ছোট ডিভাইস গুলো বাজারে আছে অগুলো কি এই বিপদ কমাবে?

৩| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৬

নিজাম বলেছেন: খাইছে আমারে? তাইতো কই ইদানিং আমার . . . . . .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.