নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

এক জীবন ভিজে গেছে জেঁগে

১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৫

এক রঙিন পেয়ালা এক বুক ভালবাসে
আমার সাদা বুক,
তোমার মত করে কেউ আসেনা নেশায়
রাখেনা তো মুখ।
চলে গেছ সেই কবে স্মৃতির পাতা ভরে
আজ ইতিহাস হৃদয় আমার,
একটি বার পড়ে নিও আমার দু চোখ
যা কেবলি তোমার।
শুনছি চলে যাবে একেবারে, বিয়ে বিয়ে রব চারিদিকে;
আমার বিষন্ন বদন একবার চেয়ে দ্যাখ হয়ে গেছে ফিকে-
তোমার প্রেমের দিকে।
মাঠে মাঠে স্মৃতির পিঠে তোমার আলগা রুপ রোদ্দুর,
আসতে যেতে মনে হয় তুমি আছ,তুমি ছিলে আজ কতদূর।
হও সুখি, সময়ের সময়ের সংসারে
ইতিহাস মুছে মেলে ধর খুশি;
আমার পেয়ালায় পালকিতে ফিরে এসো -
আমি যে এখনও তোমাকে ভালবাসি।
আজ ছায়া হয়ে গেছে প্রেম
কারও তরুতলে বসি,
তার রুপে মোর রুপ হয়ে গেছে দোষী।
তবু আজ ;আমার রুপ তোমার সুখের মুখ দেখে -
আমি আসিলাম, আমার বুক তোমার রাস্তার উপর রেখে।
বৃষ্টি হবে এমন আষাঢ়ের মেঘে
এক পেয়ালায় একজীবন ভিজে গেছে জেঁগে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.