নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

তোমার কৃষ্ণ গহবরে।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫

আমার জীবনের সমস্ত সময়ের এক উষ্ণ অধ্যায় রচনা হেতু-
তুমি বৈকুন্ঠ থেকে এসেছিলে;
যুগে -যুগে যারা এসে ইতিহাস হয়ে গেছে মাটির পৃথিবীতে।
তবে তুমি,আমার জীবনের এক শ্বাশ্বত অধ্যায়;
মুখে বাক্য বিলাপের সারসংক্ষেপ হৃদয়।
আজকাল হৃদয় কে বড্ড বেশি বিন্দু বলে মনে হয়।
সিন্ধুসম শরীর
যেখানে ছায়ামাত্র।
কিসের জন্য এমন বধোদয়!
হয়ত তোমারি অভাব সমস্ত অভাবের অভাববোধ।
আমার সব রঙ,কালো আঁধার, সাদা বক, জলপাই টক -
সব তোমার দিকেই ধেয়ে যায়,
কেননা হৃদয় থেকে বড় কোন ব্ল্যাকহোল নেই।
যদি কোন দিন এ আকর্ষণ এর বাঁধা প্রদান ঘটে,
তবে হয়ত কাব্যিক এক পৃথিবী ধ্বংস হতে পারে।
তাই এ টান আমার চোখে উন্মীলিত করে,
জন্মের অভাব মেটাব তোমার ব্ল্যাকহোলে।
আমি শেষবার এ অধ্যায় পড়ে তাকিয়ে যেতে চাই,
তোমার কৃষ্ণ গহবরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.