নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
রুদ্র প্রতাপ,
এখন কয়টা বাঁজে?
আগাগোড়া সময়ের ভাজে এই জীবিত জিজ্ঞাসা,
আমাকে রাজসাক্ষী বানিয়ে ছাড়ে জীবনের কাঠগড়ায়।
টাকা দিলেও এখানে উকিল মেলেনা।
সময়ের পৃথিবীতে সময়ের এই ক্ষণিক জিজ্ঞাসা-
বার- বার বাড়িয়ে দেয় মৃত লাশের স্তূপ ;
আমি আসামি আমি চুপ,
শুধু দেখি সময়ের মাঝে জীবনের ভুলচুক।
রুদ্র প্রতাপ,
এখন কয়টা বাঁজে !
হামাগুড়ি দিয়ে ঘুম চোখে আর ভাল লাগে না চেয়ে দেখতে -
চোর ঘড়ির বিকলাঙ্গ মুখ;
ভাল লাগেনা দেউয়াল ঘড়ির টিকটিক শব্দ,
জীবনের ধ্বংসমূখী আওয়াজ ;কেননা,
যে জীবন শুধু জিজ্ঞেস করে তার অফুরান পরে থাকে কাজ।
এখন কয়টা বাঁজে?
এর উত্তর যারা জানে;তাঁরা দেখেছে
দনুজদলনীর প্রেমময়ী রূপ -
বিশ্ব মাঝারে সময়ের ক্ষোদিত সে অপূর্ব মুখ,
আমি তার বিন্দু পাইনিতো সুখ।
রুদ্র প্রতাপ,
আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আমার শেষতম প্রশ্ন -
সমগ্র সময়ের আর কতটা বাকি ;
এখন কয়টা বাঁজে?নাকি এই প্রশ্নই
সময়ের মানচিত্রে -
জীবন অথবা সময়ের ডিগবাজী।
©somewhere in net ltd.