![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
দেখতে দেখতে বিজয়ের বয়স বেড়ে যাচ্ছে -
যে বিজয়ের মৃত্যু নেই,তার আবার বয়স কি !
তবু বিজয় বড় ভার,
বুকে নিয়ে যেতে হয়
কাঁধে নিয়ে যেতে হয়;
নতশিরে নত নয়।
আজকাল, বিজয়ের স্বপ্ন ঘোলা চোখে পলাতক-
বদ হাওয়ার মত ঘুরে ওলিগলি;মাথার কাছে মাথা নত,কথার কাছে বুলি -
মনে হয় বিজয়, ফ্রেমে বাঁধা অন্ধকারের ছবি।
তবু,এই বিজয় তমশার বুক ভেদ করে ফোটা রক্তকমল সূর্য,
বাঙালির প্রথম সকাল;
ন্যায়ের একলক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গমাইলে -
লাল সবুজে থাকতে এসেছি অনাদিকাল।
"বিজয়" বিশ্বমানচিত্রে প্রবেশে পদ্মা- মেঘনা -যমুনার বুকে প্রবাহিত রক্ত স্রোত;
সাত সমুদ্র সাঁতরাতে, এই "বিজয়" সাঁতার চোখ -
"বিজয়" বাঙালির মৃত্যুঞ্জয়ী জনতার একমাত্র যুবক।
©somewhere in net ltd.