![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
তোমার বুকে গুম হওয়া প্রেমিক এর লাশ পঁচা গন্ধ আমি চাই না....
নব নব পুষ্প কুড়ির আন্দোলিত চাহনির মত খোলা চোখে এমন বসন্ত না দেখি......
যেখানে উদাসী মনের মৃত্যু ঝরে যায় ফুল হয়ে...
আর কত মৃত্যু চাও তুমি...
জানি তোমার বুকের আঙিনা আকাশ সম....
উল্কার মত কিছু ছাইস্তূপ তোমার অহংকারের শকুন্তলা হার...
তবু,ফিরে এসো সবুজ অরণ্যে পাখি হয়ে গান শোনাব যদি যাও....
সজল নয়নে যদি কভু ভাঙে এ আধুনিক সুর...হাপিয়ে উঠলে এসো
নিশ্চুপ দূর্বা পায়ে;
আমার গায়ে দেখে নিও এই ভালবাসা, ঠিক সোনামাখা রোদ্দুর।
এসব কথা জানি তোমার কানে গেঁয়ে গেঁয়ে লাগে...
জান, সোনা পাপ্পি এসব তোমার নিত্য খাবার,
যা চিবিয়ে বা গিলেই গলিয়ে দাও!
আমাকে কি আর ভাল লাগে তোমার?
আমার কাছে যে কেবল মাইল এর পর মাইল--
পাঁয়ে হেঁটে চলা জীবনের সেন্ডেল ক্ষয়ের নগ্ন গল্প।
এসব ভাল লাগে না তোমার আর আমাকেও।
তুমি থাকো আধুনিক জীবন বিনিময়ে আধুনিক শহরের আধুনিকা হয়ে...
দেহের ভীতরে দেহ লুকিয়ে আলগা বাতাসে করে চুল এলোমেলো।
তবু জানি;শেষ পরিণতি আমার পৃথিবীর বাইরে না।
আকাশের মত তুমি হবে উন্মুক্ত।
©somewhere in net ltd.