![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
আমি এক অতিথি ----
বিলের মধ্যে বিল হয়ে দেখেছি জল যৌবন,
নৌকার ভীতরে নৌকো হয়ে ভেসেছি জলজ প্রান্তর;
আলগা চোখের অপলক পালে
বাতাস জল কেলি করে গেল কেউ,
অন্তর ষোড়শী নারীর চোখে মেতে ছিল কেউ।
ডুবন্ত সূর্যের লোহিত রক্ত কণা
জলজ প্রান্তরে ছড়ালো অাবিরের টিপ;
বর্ষার অাকাশে মেঘ ভরালো রঙের মিছিল;
তুমি চাঁদ জেঁগেছিলে ভেঙে রঙ নীল।
কতদিন পরে এমন বর্ষা প্রেম দিয়ে হেসে গেল খিলখিল,
বিলের আকাশে জল-আকাশের বুকে ভাসা বিল--
জীবন এমনি গুরু;
কখন উড়ে যায় হয়ে যায় মাছরাঙা চিল।
এখনও সন্ধ্যা নামে প্রকৃতির আয়োজনে --
কিছু স্মৃতি কুমারীর প্রেম ঝিলমিল;
জলের উপর বিল,আকাশের গালে; জেঁগে রবে তিল।
২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৫
সনজিত বলেছেন: ভালবাসা জানবেন
২| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১২
চিটাগং এক্সপ্রেস বলেছেন: ভাল হয়েছে
২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৬
সনজিত বলেছেন: শুভ কামনা
৩| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২২
আখেনাটেন বলেছেন: একবার বললেন 'বিলের আকাশে জল', আরেকবার বললেন, 'জলের উপর বিল'। একটু খোলাসা করে বলবেন কী?
তবে কিছু উপমা ভালো লেগেছে।
২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:১২
সনজিত বলেছেন: ধন্যবাদ,
যদি আপনাকে জল আর বিল দেখাতে পারতাম তাহলে ভাল হত। তা তো আর পারছি না।
তাই আমার কল্পনায় আপনাকে স্বাগতম।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৭
প্রতিভাবান অলস বলেছেন: সুন্দর