নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

জলের উপর বিল

২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৪

আমি এক অতিথি ----
বিলের মধ্যে বিল হয়ে দেখেছি জল যৌবন,
নৌকার ভীতরে নৌকো হয়ে ভেসেছি জলজ প্রান্তর;
আলগা চোখের অপলক পালে
বাতাস জল কেলি করে গেল কেউ,
অন্তর ষোড়শী নারীর চোখে মেতে ছিল কেউ।
ডুবন্ত সূর্যের লোহিত রক্ত কণা
জলজ প্রান্তরে ছড়ালো অাবিরের টিপ;
বর্ষার অাকাশে মেঘ ভরালো রঙের মিছিল;
তুমি চাঁদ জেঁগেছিলে ভেঙে রঙ নীল।
কতদিন পরে এমন বর্ষা প্রেম দিয়ে হেসে গেল খিলখিল,
বিলের আকাশে জল-আকাশের বুকে ভাসা বিল--
জীবন এমনি গুরু;
কখন উড়ে যায় হয়ে যায় মাছরাঙা চিল।
এখনও সন্ধ্যা নামে প্রকৃতির আয়োজনে --
কিছু স্মৃতি কুমারীর প্রেম ঝিলমিল;
জলের উপর বিল,আকাশের গালে; জেঁগে রবে তিল।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৭

প্রতিভাবান অলস বলেছেন: সুন্দর

২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৫

সনজিত বলেছেন: ভালবাসা জানবেন

২| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১২

চিটাগং এক্সপ্রেস বলেছেন: ভাল হয়েছে

২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৬

সনজিত বলেছেন: শুভ কামনা

৩| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২২

আখেনাটেন বলেছেন: একবার বললেন 'বিলের আকাশে জল', আরেকবার বললেন, 'জলের উপর বিল'। একটু খোলাসা করে বলবেন কী?

তবে কিছু উপমা ভালো লেগেছে।

২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:১২

সনজিত বলেছেন: ধন্যবাদ,
যদি আপনাকে জল আর বিল দেখাতে পারতাম তাহলে ভাল হত। তা তো আর পারছি না।
তাই আমার কল্পনায় আপনাকে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.