নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

ছেড়াদ্বীপ

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৩

ছেড়াদ্বীপ দিয়েছিল জীবনের সমাহৃত
যে জীবন্ত স্বপ্ন আড়ং,
আমি সেখানে দর্শক হতে পারিনি --
অথচ ডুবন্ত সূর্যের আাবির রাঙা জল
চাঁদের চাঁদনী রুপ.....
এলোমেলো করে তোলা নৈসর্গিক জীবনের রঙ মোড়ক উন্মোচন--
আন্দোলিত হৃদয় যা ছিল জলের উপর জলের মতন;
এতদিন পর আমি তার সাক্ষী পুরুষ--
মিলিয়ে দেখেছি সমুদ্রের ভীতর সমুদ্রের
রঙ বাহারি রঙের মঞ্চ নাটক,
রাত্রি নিশিতে জীবন সমুদ্রের ঢেউ ভেঙে ঢেউ এর তুমুল গর্জন --
আমি বার বার ছেড়াদ্বীপে বিচ্ছিন্ন হয়ে দেখেছি
সমুদ্রের জোয়ার ভাটা,
রাত দিন খেকো মানুষের হাজারও সমুদ্র জীবন...
তৃষা মিটানো খানিক লবণাক্ত জল;
বিচ্ছিন্ন জীবন থেকে সম্মুখ জীবনের গভীরতায়...অথবা;
সমুদ্রের ভীতর সমুদ্র খুঁজে গেল আনমনা তল।
আমি সমুদ্র-- আরও বড় সমুদ্র হব
রকমারি রঙ ভেঙে ভাব তরঙ্গে ছেড়া ছেড়া দ্বীপে--
ফোঁটাব শত দল;
রঙ ভেঙে একদিন ছেড়া দ্বীপে
আহত সমুদ্র ফেলব চোখের জল।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর

২| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.