![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
তোমাকে দেখেছি অনেক পুরনো বটের ছায়ায়...
বটের পাতায়
শান্তিজলের ছোয়া দিয়ে বাতাস হয়ে
আমার গায়ে আঁচড়ে পড়ে সোহাগ তোমার...
সেই হারানো প্রজাপতির পাখনা জোড়া চোখে তোমার, মন ভরানো রঙের নেশা আজও তেমন;
দিব্বি আমায় দিয়ে গেল স্নানের পরশ--
ভর দুপুরে কেউ দেখেনি হৃদয় পুকুর
সেই ঘাটেতে বেঁজে যাওয়া শব্দ নূপুর ;
আজও কানে বাঁজে মধুর....
হৃদয় প্রানে সেই সে স্মৃতি এখন আমার ভীষন অসুখ।
তবু আমি তোমার হাতের লাল চুড়িতে
হাত রেখে যাই,
শূন্য হাতে বাতাস আমার দারুন ওষুধ--
যদিও সে রোগ সারে না;
নাইবা সারুক----
তোমার মত আমার জলে কেউ ভাসে না --প্রাণকৌড়ি যতই ডুবুক।
০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:২২
সনজিত বলেছেন: ্ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:২০
ইমন কুমার দে বলেছেন: সুন্দর। ভালো লেগেছে