নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
বিকালের চলনবিল জলের মত স্বচ্ছ ভালবাসায়...
বেঁধে ছিল গতকাল ক্ষনকাল আমন ধানের সিথিতে,
তোমার না না বাংলার ঘোমটা।
আমি নির্লজ্জ প্রেমিকের মত মাতাল চোখে কাটিয়ে গেছি নেশার তাল,
মাছরাঙা মন মাছরাঙা চোখে খুঁজে ছিল যেমন জলের উপর মাছের বুক;
আমি তেমনি আকাশের বুকে মেঘের সাথে খুঁজেছি তোমারি মুখ।
বাউল বাতাস যেমন ঢেউ ভেঙে ছিল জলের পাড়,
ডাকাতের ভিটায় ডাকাতি করেছি তিনজন....
টেনে নিয়ে সেই কবেকার স্মৃতির তার।
তোমাকে মনে রেখে ছিলেম পলাশ ফুলে....
জিৎ এর চোখ থেকে ছিনিয়ে নিয়ে জলের মুক্তাহার;
তোমাকে পেয়েছি যেদিক চেয়েছি
তুমি যে কবি তার কবিতার।
জলের ঢেউ ভেঙে ছুটে চলা নৌকায়
তোমার -আমার, আমাদের;
ফেলে আসা জলে মেঘের চলনবিল....
আগামীর বুকে স্মৃতি হয়ে রবে তিন বুকে ঝিলমিল।
২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:১২
সনজিত বলেছেন: ধন্যবাদ জনাব
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।