নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

মায়াবতী বন

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮

ভালবাসা অন্তরের দাহ,
তা প্রজ্বলিত হলেই চোখে
পৃথিবী তোমাকে দেখে...
আমি আমাকে দেখি তোমার ভীতর,
খুঁজে যাই নিরন্তর আমি- আমাকেই.....
তোমাকে চেনার নানা উপায়ে বারবার;
উপমা ছন্দে দ্বন্দ্বের গভীরতায়...
পেয়ে হারানোই প্রেম...
তৃষ্ণার পেয়ালায় তৃষ্ণার মৃত্যু..
অতঃপর লুটে পরে প্রাণ ---
এখনও তোমার জন্য ভালবাসা;
পৃথিবীর কোণে কোণে আমার এখনও প্রেমময় গ্লাসে
গলায় অগ্নি স্নান।
আমি রোজ নরকের সাথে নরকে মজি--
স্বর্গের দেবতার যৌবন জেনে..
চাইনি তো আর জীবনের পরিত্রান;
প্রেম আমাতেই মরুক,মারুক জীবন বিনাশী বাণ।
তবু যদি কোন দিন দেবতার ঘটে,
আমার কপাল ফাটে,
রক্ত লালে ভিজে প্রকৃতির মন.....
যদি পাই রাত, রাত জাগা প্রিয়জন;
কথা যদি কথা হয়ে ব্যাথায় ভরে
কানে কানে মরুক মরণ।
তবু প্রেম জন্মে দিও দর্শন....
দিও ব্যথা শত শোক ---
হৃদয় ভষ্ম হোক;
সত্য কে স্বাগতম,
যা সাধনার ধন;
প্রেম তুমি পৃথিবীর মায়াবতী বন।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.