নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
বড় নিঃসঙ্গ লাগে মাঝে মাঝেই,
পলাতকের মত পালিয়ে চলে যায় সময়..
দীর্ঘশ্বাসে ধুকে উঠে যে জীবন তার ভীতর,
কোন ছায়া নেই সেখানে
কেবল অপরাহ্নে নেমে আসে নিজের শরীরে নিজের পলক;
কেবল ভ্রান্ত হৃদয় গোলক ধাঁধাঁয় বিমূর্ত জ্যান্ত পড়ে থাকা শোক।
এ নিয়তির নকশা কেউ বদলায়নি,
ঘুরে ঘুরে দূর দূরান্ত নকশা নিয়েছি টেনে......
সেই পথে কত জন যায় আসে,কেউ আসেনি নেমে।
তবু রোজ পথে চেয়ে আছি
কেউ যদি রাখে চোখ,
চোখের নীচে দেখে কালি...
তার জন্য নিঃসঙ্গতার কঙ্কাল হয়ে বেঁচে আছি।
শুধু হৃদয়ের প্লাবনে তার সাথে মিশে যাব বলে।
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১
সনজিত বলেছেন: অনুপ্রেরণা
২| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৭
এ.এস বাশার বলেছেন: কবিতায় ভালো লাগা,,,,,
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১
সনজিত বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২০
সনেট কবি বলেছেন: সুন্দর
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২
সনজিত বলেছেন: ধন্যবাদ কবি
৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর কবিতা।
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২
সনজিত বলেছেন: শুভ কামনা নিরন্তর
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৯
হাবিব বলেছেন:
কঙ্কাল সে তো সুঠাম দেহের বিবর্ণ রূপ
এমন কেন অবস্থা তোমার,
সুঠাম দেহে তুমি দাপিয়ে বেরিয়েছ
টিএসসি আর কার্জনের চত্তর।
তুমি তো এত দুর্বল ছিলে না
তোমার জন্য কতো কপোতী
নির্ঘুম কাটিয়েছে রজনী,
কোন সে টর্নেডোর আগাতে
তুমি নিথর হয়ে
অবশেষে কঙ্কাল হয়ে
আশাটা কেউ ছাড়লেনা?
তাকেও করে দিলে তুমি
কংকাল আশা।