নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
যে চোখে চোখ ফেলে মিটে যেত চোখের নেশা..
নিভে যেত মনের আগুন;
যে চোখের চাহনিতে প্রেমের ভাষা নামাত ফাগুন....
আজকে কেন বর্ষা নামে মানে না আর কোন বারণ?
কেন আজ এত হাজার জনের মাঝে চোখ মেলে না মনের মতন,
যদিও চোখ গলে যায় মন গলে না আজকে এখন।
তবে কি চোখের সাথে মন খেয়েছে? একি কান্ড এখন বুঝি!
এখন আর ষোল আনায় পাইনা খুঁজে কানাকড়ি।
দেখি আজ অন্যরকম রোগে আমি এক ভিক্ষারী...
তুমি বেশ চালাক ছিলে নৌকা নিয়ে দিলে পাড়ি..
এক জীবন;
আমি আজ হামাগুড়ি দেই ভালবেসে হারামজাদী।
চোখ আর মন দুটোই গেছে দেবদাসের আজ পাকা দাঁড়ি।
১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬
সনজিত বলেছেন: ভালবাসা
২| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
রাজীব নুর বলেছেন: শেষের আগের লাইনটা মারাত্মক হয়েছে।
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১০
সনজিত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৪
ফেনা বলেছেন: হুম ভাল। দাড়ি আমারও পাকতেছে।