| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সনজিত
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
তোমার সংগে যাব যদি যেতে দাও সকাল সন্ধ্যা দুপুর,
আমি শিশির হব যদি হও সোনা রোদ্দুর।
তোমার সঙ্গী হয়ে মেঘের অঙ্গ ছুঁয়ে বৃষ্টি হব
যদি বাঁজে তোমার পায়েতে নূপুর ---
জল হব যদি হও শান্ত পুকুর।
তোমার সংগে যাব খা খা রোদে,
ছায়া হব যদি পোড়ে শরীরে তোমার ভরা দুপুর;
বাতাস হব যদি দাও হাসি মধুর।
তোমার সংগে যাব সন্ধ্যার পাখি হব
যদি ঘরে ফিরে এসো তুমি;
আমি রাত হব
যদি ঘুমাও তাকিয়ায় চুমি।
তোমার সংগে যাব আমার মরণ হব
যদি জীবনে জন্মের মুখ দেখ তুমি।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪১
সনজিত বলেছেন: সময় বড্ড বেমানান এখন আমার সাথে তাই একটু দেরি হয়ে গেল স্যার।
ভালবাসা জানবেন প্রিয়।
২|
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
প্রানবন্ত।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪২
সনজিত বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই।
৩|
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৪
কিরমানী লিটন বলেছেন: অনবদ্য ভালোলাগা- খুব সুন্দর....
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪২
সনজিত বলেছেন: লিটন ভাই শুভ কামনা
৪|
১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৯
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর ভাল লাগার অনুভূতি।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৩
সনজিত বলেছেন: ভালোবাসা প্রিয়
৫|
১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৩
সাইন বোর্ড বলেছেন: দারুণ প্রাণবন্ত কথা !
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৪
সনজিত বলেছেন: আপনাদের প্ররণা মাত্র, আর আমার প্রচেষ্টা
ভালোবাসা জানবেন।
৬|
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৪
সনজিত বলেছেন: ভালোবাসা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৪
হাবিব বলেছেন:
সনজিত ভাই, অনেক দিন পর আপনার লেখা পেলাম,
ভালো লিখেছেন...................
শেষের দুই লাইন অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে।
সব মিলিয়ে +........
শুভ সকাল।