| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সনজিত
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
কি লিখব সমুদ্রের বুকে--
ঢেউ কেবলি ভাঙনের শব্দঋণ,
চলি নতমস্তকে ---
ছিন্ন মস্তকে
কেবল সমাধি পৃথিবীর বুকে দুর্দিন।
যারা দেখে তারা পৃথিবীর বুকে
নিজ বুকে কবর খুড়ে ----
ঢেউ ফিরে আসে
সমতল সময়ে ;
কংকাল বুক কি কাছে আর দূরে!
আমি সময়ের শ্রমিক
বাংলার উলঙ্গ হাত---
আমি ঘুম বেঁচে দিয়েছি সভ্য মানুষের চোখে,
আমার চোখে রেখেছি কেবল স্বপ্ন পোড়া রাত।
কি লিখব "মোরা" বাতাসে এ যে আমাদেরি দীর্ঘশ্বাস---
কি লিখব এ সাদা পাতে
আমার হাতে আমাদেরি মৃত লাশ।
৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৫
সনজিত বলেছেন: আজ মাথায় কিছু আসছিলো না। তাই ভেবে পাচ্ছিলাম না কি লিখব
২|
৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১১
ফোয়ারা বলেছেন:
কি লিখব বলে অনেকত লিখে পেললেন৷
৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৬
সনজিত বলেছেন: হয়ে গেল এই আর কি-
৩|
৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: কি লিখব বলে সুন্দর একটা কবতা লিখে ফেলেছেন।
৪|
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
হাবিব বলেছেন: কি লিখবো বলে কিন্তু শেষ মেশ ভালোই লিখেছেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫২
চাঁদগাজী বলেছেন:
কিছু লেখার দরকার নেই, বলে দেখেন, কেহ পছন্দ করেন কিনা!