| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সনজিত
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
ভালবাসাহীন একটি পৃথিবী সূর্যের বুকে --
জোছনার ছায়ায় কাড়াকাড়ি মন;
ছায়াহীন হয়ে যায় যখন তখন।
অতঃপর পৃথিবীর পথে,
পথিকের বুকে আমি এক অগ্নি হৃদয়--
কত কথা কয়লা হয়ে যোগান জোগায়,
কত কথা মজুদ রেখেছে তার জিহ্বা গলায়;
আমি সেই দেবতার দান গ্রহন করেছি--
করেছি প্রনাম,
যদি ভালবাসা থাকে-
ভালবাসাহীন পৃথিবীর বুকে তোর নামে
করে যাব সূর্যস্নান।
ধুয়ে মুছে যাক অঙ্গার তুচ্ছ ছাই স্তূপ বদনাম। 
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪২
সনজিত বলেছেন: ধন্যবাদ স্যার
২|
০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪২
সনজিত বলেছেন: ধন্যবাদ স্যার
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০
হাবিব বলেছেন: সুন্দর লিখেছেন........