![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
এ রঙ উৎসবে অন্তস্তল বিগড়ে গিয়েছে,
বাহারি রঙের আলো চোখের ভাগাড়ে হয়েছে দৃশ্যমান,
তোমার শাড়ীর রঙ;আমার অধিকারে নেই -
অধিকারের বাইরে তোমাকে দেখা রঙের ভীতর;
বিবর্ণ চোখের অপমৃত্যুই বলবো আমি।
অথচ একদিন ;
তুমি আর আমি ছিলাম এ রঙ উৎসবে অসংবৃত-
নীলাকাশে নীলরঙে পাখি হয়ে উড়েছি কত,
রঙে রঙে পৃথিবী করেছি নত।
আজ এ রঙ উৎসবে
আকাশের নীচে সবি আছে আগেকার;
শুধু জ্যোৎস্নার রঙ নিভে জেঁগে আছে অন্ধকার।
চলে যাওয়া দিনে সব রঙ নিয়ে তার
ছিটেফোটা রেখে গেছ হায় -
আমার চোখের জলে সেই রঙ ধুয়ে যায়,
কিছু রেখে যায় সাদা কবিতায়।
১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
সনজিত বলেছেন: ভালোবাসা জানবেন প্রিয়
২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: ছবিটা কি সিলেট যাবার পথে?
১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১২
সনজিত বলেছেন: হ্যা জাফলং এর পথে
৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: ছবিটা কি সিলেট যাবার পথে?
১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
সনজিত বলেছেন: হ্যা জাফলং এর পথে
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩
নজসু বলেছেন:
যা কিছু যায়
স্মৃতি রেখে যায়।
শুভেচ্ছা জানবেন কবি।