![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
দিনের দুঃখ ভুলে যাওয়া দিনে আমি একদিন,
বনের পাতার সাথে দুলে গেছ-
খেলে গেছি জীবনের লুকোচুরি;
সূর্যের আলো মেখে জ্বলে,
যে যাইনি তা নয়-
বেশ ছিল তার ঝিকিমিকি।
তবু তো একদিন!
বাতাসের সাথে ফুলের মধ্যে দেখেছি-
সুবাস ছন্দ হারালে জীবন গন্ধহীন;
তবু তো একদিন গোধূলির প্রান্তে-
রেখে যায় ছায়া সীমাহীন।
সেই ক্ষণে গিয়েছে মন সীমানা জেনে
ঝরা পালকে,
রেখে গেছে ঝরে যাওয়া দিন -
এক গগন অঞ্জন মেঘে
বৃষ্টি শেষে রামধনু -
রেখে গেছে রঙে ভরা সিন।
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩০
সনজিত বলেছেন: ধন্যবাদ-ভালোবাসা জানবেন প্রিয়
২| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৫
Sujon Mahmud বলেছেন: সুন্দর
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
সনজিত বলেছেন: ধন্যবাদ সুজন ভাই
৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
কালো_পালকের_কলম বলেছেন: সুন্দর
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭
সনজিত বলেছেন: ভালোবাসা জানবেন প্রিয়
৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫
নজসু বলেছেন:
রেখে আসা দিনগুলোই তো পিছু ডাকে।
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯
সনজিত বলেছেন: শুধু পিছু ডাকলে তো বেচে যেতাম, এখনো যে প্যাড়া দেয় মহাশয়,
ভালোবাসা জানবেন প্রিয়
৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০
সনজিত বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানবেন প্রিয়
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫
নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।
শুভকামনা