![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
সেই কবেকার কচিপাতা রঙ
কুয়াশার হলদে নদী
ওপার মাটির মতন;
হৃদয়ের পাড়ে পড়ে -
শিমুলের ফুলে লাল।
অথবা মহাকাল কল্পিত-
কৃষ্ণচূড়ার বনে ঘুরে -
তোমাকে হঠাৎ পাওয়া
সময়ের রথচক্রে বাশির সুর;
বেদনায় ক্রন্দিত বেহালার-
বুক থেক ফিরে আসা কোকিলের মুখ।
দৃঢ় বিশ্বাসী কান;
বায়ু-বাতাসে কত প্রেম-
কত গান- মান - অভিমান,
দৃশ্যমান স্মৃতি আজ,
পত্র পল্লবে তোমার অঙ্গে;
তোমার গভীরে উবর্শী রুপ।
ছায়া হয়ে দোলে ছুঁয়ে যায় -
প্রেমাতুর চোখের সীমা শানিয়ে মনোবঙ্গে।
আমি সেই রথে সেই পথে ঝরাফুল -
কলির বৃন্ত থেকে ঝলসানো রুপে নির্বাক আদি-অন্ত;
তোমাকে সাজতে এতটা দেরি হল
কখনও ভাবিনি;
গৃহ হীন কোকিল বসন্ত।
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫
সনজিত বলেছেন: এটা আপনাদের অনুপ্রেরণা মাত্র। কষ্ট করে পাঠ করার জন্য সাধুবাদ, শুভাশীষ জানবেন প্রিয়।
২| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩২
সনেট কবি বলেছেন: সহজ, সরল এবং সুন্দর।
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫
সনজিত বলেছেন: কষ্ট করে পাঠ করার জন্য সাধুবাদ, শুভাশীষ জানবেন প্রিয়।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫১
আকতার আর হোসাইন বলেছেন: ভালো লাগলো খুব
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
সনজিত বলেছেন: সাধু সাধু
৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮
সনজিত বলেছেন: আপনাদের অনুপ্রেরণা মাত্র। আগামি কাল একটা ডেলিভারী করবো একটু ভালোভাবে আদর করবেন। মাত্র লিখে শেষ করলাম প্রিয়।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
নজসু বলেছেন:
সকাল সকাল এই কবিতাপাঠে মনটক কেমন অস্থির হয়ে উঠলো।
আপনার কবিতায় যাদু আছে যেন।