![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
সময় অসময়ে আর কত -
যখন তোমার ছিল নাকো অবসর,
ইচ্ছা সমুদ্র পাড় হয়ে তোমার দুয়ারে যখন
খোলনি তো দ্বার;
এক পৃথিবী নিরাশার -
সংগে গড়ে গেছি সংসার।
সুখের বড় তৃষা ছিল
ফিরতে হলো তৃষ্ণা নিয়ে -
তবু তোমার কপাট বদ্ধ সুখ আমার সম্পদ;
ফিরিয়ে দিয়েছ বলেই-
হৃদয় আজ ভালবাসার হ হ্রদ।
যদি কভু একলা আসো ফিরে,
জীবন সমুদ্র সময় ধরে ঘিরে,
যদি সময় মেলে একটু নিও অবসর-
দুঃখ দিয়ে যেও;
আমি দুঃখ রাখা ঘরের কারিগর।
ভয় নেই বন্ধন হীন ঘরে কাউকে রাখিনি
কেউ বাঁধেনি ঘর;
হয়তো সেদিন আমি ব্যস্ত হয়ে গেলে
তুমি পাবে অবসর।
জীবন এমনি জনম ভর।
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০
সনজিত বলেছেন: ধন্যবাদ স্যার।
২| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
মাহবুবুল আজাদ বলেছেন: তবু তোমার কপাট বদ্ধ সুখ আমার সম্পদ - বাহ ভালোবাসার প্রগারতা অনেক।
হয়ত সেদিন আমি ব্যাস্ত হয়ে পড়লে তুমি পাবে অবসরঃ এ আক্ষেপ গুলো মুছে ভালোবাসায় ভরে উঠুক কপাটবদ্ধ ঘর।
চমৎকার লিখেছেন।
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২১
সনজিত বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আর এত সুন্দর অনুপেরণা দেয়ার জন্য ধন্যবাদ জানাই আজাদ ভাই। ভালোবাসা রইলো প্রিয়।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৪
চাঙ্কু বলেছেন: অবসরে যাইতে মঞ্চায়!!
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২১
সনজিত বলেছেন: খুব মন চায় বস। ধন্যবাদ
৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৮
নজসু বলেছেন:
আহা মন প্রাণ ছুঁয়ে গেল।
দুঃখের ভাগীদার থাকলে খুব ভালো হয়।
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৪
সনজিত বলেছেন: নজসু ভাই্, আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে শতত শুভ কামনা।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫০
সনজিত বলেছেন: ধন্যবাদ সাথে শতত শুভ কামনা আপনার জন্য মহামান্য
৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪
সনজিত বলেছেন: শতত শুভ কামনা আপনার জন্য
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১১
হাবিব বলেছেন: সুন্দর কবিতা