![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
অক্ষির গভীরে বারি ধরে-
হেসে উঠে নলিনীর সুখ,
একাকাশ বুক থেকে ঝরে-
পড়ে শশীর জ্যোৎস্না মাখা মুখ।
এক পৃথিবীর একটাই-
বুক জুড়ে হেঁটে যাই,
আমি যতদূর,
কখনও মলিন বেশে হাসি -
অবশেষে পথে- পথে;
দেখি তার রুপ।
একাকাশ দেখিনি কভু -
একা অথবা সবুজ;
কোন রঙ -রামধনু নেই,
কোন ফুল বসন্ত নেই,
কোন গান যা হৃদয়ের সুখ
বা ভগ্ন হৃদয়ের উদাস দুপুরে দুঃখ সমুদ্দুর।
তোমায় নিয়ে আমি এতটা অবুঝ।
হয়ত আমার অভিমান
তোমার অভিমানে-
প্রতিটি সিগারেট টানে
আমার মস্তিষ্কের রক্তক্ষরণ গাঙে;
তুমি কি ছিলে না বলো
জোয়ার ভাটার প্রানে!
তুমি ছাড়া কবি কাব্যহীন -
কাব্যের নেই কোন মানে।
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১০
সনজিত বলেছেন: যাক অন্তত নাম টা কিন্তু আমার চরম লাগলো(কবি দা), ধন্যবাদ কবিতা টা পরে আমাকে মহামান্নিত করার জন্য।
দোয়া করবেন। আগামি ২১ শে বইমেলার স্টলে হয়তো আপনাকে চাইবো আমার সাথে এককাপ চা চক্রের জন্য।
ভালোবাসা জানবেন প্রিয়।
২| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৯
আকতার আর হোসাইন বলেছেন: তুমি কি ছিলে না বলো
জোয়ার ভাটার প্রানে!
তুমি ছাড়া কবি কাব্যেহীন -
কাব্যের নেই কোন মানে।
চমৎকার....
কাব্যহীন, নাকি কাব্যেহীনই লিখেছিলেন...?
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯
সনজিত বলেছেন: ধন্যবাদ আকতার ভাই ভুল টা ধরিয়ে দেয়ার জন্য, সংশোধণ করে নিয়েছি। কষ্ট করে পড়ার জন্য এক রাশ শুভ কামনা আপনার জন্য।
৩| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
সনজিত বলেছেন: পড়ার জন্ শুভ কামনা আপনার জন্য
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৩
নজসু বলেছেন:
কবি দা,
অপূর্ব হয়েছে।