নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের কথা পাই

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

রাতের পরে থাকা-
মাঠের উপর নির্জনতায়,
পূর্ণ কুমারী চাঁদ রাত জেঁগে -
চলে গেছে দূর নক্ষত্রের পার;
কথাহীন অস্ফুট হৃদয়-
কত অমাবস্যা জেঁগে,
শিশিরে ভিজিয়ে গেছে গাঢ় অন্ধকার।
আজও খুলেনি কথার কপাট,
নব প্রভাতের ব্যর্থ সংবাদ দরজায় -
কড়া নেড়ে চলে যায় ফিরে আসে;
আলোহীন চোখ হৃদয়ের আশেপাশে।
আরকত রক্ত জবা কৃষ্ণচূড়ার লাল আগুন,
উপমাহীন কন্ঠস্বরে-
ফোঁটাবে না কথার কলি;
শপথের বুক-
শপথের বাইরে নিত্যই দিয়ে
গেছে হৃদয়ের জলাঞ্জলি।
শব্দকুন্তলে ছেয়ে গেছে হৃদয় ভাগাড়-
ডুবতে বসেছে নীল নলিনী চোখের গভীরতায় -
শপথের বাইরে জীবন,জীবনের -
মানে খুঁজে মাঠের গভীরে যদি নির্জনতা ভাঙে;
তবে তুমি ফিরে এসো পূর্ণ কুমারী
চাঁদ হৃদয় ভালবেসে ;
সবুজ নরম কথার হৃদয় ঘাসে।
ছাড় সেসব কথা -
আমি না হয় সূর্য হয়ে কেবল আমাকেই শুকিয়েছি;
তোমার অবর্তমানে অমাবস্যার আকাশ গাঙে -
এক নৌকা মন মহাকাব্যে শব্দহীন উল্কা হয়ে ছুয়ে গেছে ছাই;
আমি হাজার বার শপথের বলি হব-
যদি তোমার হৃদয়ে-হৃদয়ের কথা পাই।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১২

হাবিব বলেছেন: এতো সুন্দর কাব্য লিখলে অবশ্যই পাবেন

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

সনজিত বলেছেন: চেষ্টার ত্রুটি থাকবে না স্যার। ধন্যবাদ সেই সে সংগে শুভ কামনা।

২| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লিখেছেন।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

সনজিত বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

কিরমানী লিটন বলেছেন: ভালো লাগলো- খু উ ব ...

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

সনজিত বলেছেন: শুভ কামনা

৪| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি দু'তিনটে স্তবকে ভাগ করে নিলে ভাল হতো বলে মনে করি।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

সনজিত বলেছেন: পরবর্তীতে হবে হয়ত

৫| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি দু'তিনটে স্তবকে ভাগ করে নিলে ভাল হতো বলে মনে করি।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

সনজিত বলেছেন: পরবর্তীতে হবে হয়ত । শুভ কামনা জনাব আপনার জন্য।

৬| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

সনজিত বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.