![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
ঘুম চোখে রাত জাগা রাত বা একটি দিন -
বহুদিন পরে আজ আবার;
সরিষা ফুলে সোনা রোদ বাতাস ছুঁয়ে
পাখিদের উষ্ণ ডানায় এবার -
আমার উঠানে তোমার শাড়ি শুকাতে এলে,
কোন খেয়ালে;
তার আর কি দরকার!
চুরি যাওয়া বৃষ্টির জলে ভেজা স্যাঁতস্যাঁতে মন আঙিনায়;
আজও আমার চোখের জল তোমার ভেজাচুলে,
খেলা করে বিষন্নতায়।
মৌন মিছিলের স্লোগানে তুমি নতুন কবিতায়;
বার বার ফিরে আাসা মানে বার বার ভালবাসা নয়।
বার বার ফিরে আসা মানে ফিরে যেতে নয়।
তোমাকে ভুলিনিতো কোন দেয়াল রাখিনি মনে-
তবু অদৃশ্য দেয়ালে দেখেছি রামধনু রঙে অংকিত ও মুখ;
বড় আঁধারে হৃদয় ঝলসে দেখেছি
ঝলসানো সুখ।
ঘুম চোখে রাত জাগা রাত বা একটি দিন এভাবে.............
০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
সনজিত বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া।
২| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬
নজসু বলেছেন:
অমায়িক।
০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
সনজিত বলেছেন: ধন্যবাদ জনাব
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।