নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,সিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,আজই আমার মাঝে,প্রাণের সঞ্চার অনুভব করছি.....হৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,আমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য উন্মুখ

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

মৃন্ময় মেয়ে মৃত্তিকা ভালবেসে
বীজ বুনে ছিলে ভরে বুক,
শস্য ফুলের রোদে দিন গড়িয়ে শস্য
যখন নত মুখ;

কৃষকের ললাট জুড়ে তুমি হলে সুখ।
তারপর তুমি গেলে চলে
মৃত্তিকা রেখে আগাছার কোলে,
আজ সেই বুকে খুঁড়ের ক্ষত চিহ্ন
তোমার কথা বলে।

কত কথা আজ-
সরিষা ফুলে হলুদ হয়ে গেল!
কত কথা আজ তুলছে হৃদয়-
কত ব্যথা পাঁকা ধান হয়ে দেখা দিল।
তবু যদি কোন দিন রাখালের সাথে দেখা হয়-
মাঠের ওপারে;

ডাঁট চোখে বিক্ষেপ করো সে সময়-
যদি কোন দিন সময় নষ্ট হয় তোমার কালের খেয়ায় -
তবে এসো ফেরাবে না মৃত্তিকার বুক,
তোমার শস্য তোমার জন্য উন্মুখ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল প্রানবন্ত কবিতা।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০১

সনজিত বলেছেন: ভালোবাসা জানবেন প্রিয়

২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০১

সনজিত বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

হাবিব বলেছেন: উন্মুখ মানে কি ?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০২

সনজিত বলেছেন: খোলা.।.।.।.।.।.।.।.।.।।স্যার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.