![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
কার জন্য গেল চলে এতকাল!
শঙ্খচিল হয়ে মন আকাশে মাতাল;
কার জন্য এত অপেক্ষা প্রহর হৃদয় কারাগারে..
কার জন্য এত আয়োজন সে কি তা জানে?
কার জন্য এখনও সকাল,
হয়ত বিকাল;
আমি চিরকাল ভার বয়ে নিয়ে যাব..
কার জন্য মুক্ত চোখে মুক্তি মেলেনা আজও।
কার জন্য
নতুন করে নব্য কবিতা সাজাবো।
কার জন্য আর কাঁদিনা আর ভাবি না,
মিছেই মরণ বিনা মরে মরে যাব;
কার জন্য আবার আমি আমায় ফিরে পাব।
কার জন্য কেউ কি জান?
কার জন্য হাহাকার?
কার জন্য নষ্ট মনের বসন্ত বারবার।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: আগুন জ্বলে রে পায়ে লো, আগুন জ্বলে গো আমার গায়ে -