নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
জানিস মুক্তি;
কাঁদতে পারাটাও একটা শিল্প,
যে কাঁদতে জানে না –
তার ভীতরে স্রোত বলে কিছু নেই।
সে কাউকেই টানতে পারে না
তার হারানোর ভয় নেই,
আর যার হারানোর ভয় নেই,
সে ভালবাসতে জানে না।
ইস, আমি যদি তোর ভীতরের-
স্রোত হতে পারতাম -
টানটান উত্তেজনা হতাম;
তবে আমি না তোর অন্তরের-
অন্দরে রামধনু হয়ে থাকতাম ।
অথচ দেখ মুক্তি,
আমি তোর নীল নীরালায় মেঘলা কেতুর।
যেখানে বরষা দরকার-
সেখানে আমি এক পলশা বৃষ্টি ও নই,
কি হাসি কি কান্নার আশা - নিরাশার!
তাই যেতে চাই বহুদূর –
জানি, তোর এক হৃদয় সীমানা –
অতিক্রম করার কোন যান নেই আমার;
তবু যেতে চাই -
তুই কারও কাছে কান্না শিখেনে, সাথে হাসি,
নিষ্ঠুরতাও শিখে নিস;
এক বুক প্রেমে এক পৃথিবীর বুকে-
একজনের স্বপ্ন আঁকিস ।
আমি যাই রে -
এ জন্মে নয় আরেক জন্মে আমার জন্য কাঁদিস,
আর আমাকেই ভালবাসিস !!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৭
সনজিত বলেছেন: শুভকামনা জানবেন
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৭
সনজিত বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কথামালায় মনের ব্যথাগুলো প্রিয় মানুষের প্রতি ছুড়ে দিলেন, মগ্ন হয়ে পড়লাম, গ্রেট।
আমি আ-র কাঁদব না-তাই পারবোনা-
তোর হৃদয়ে হতে ভালোবাসার স্রোত;
সুখে'ই থাকিস তুই-ঘিরে থাক পূর্ণিমা,
তোর মুখে হাসি ভেবে নিভা-ই ক্ষোভ।
শুভকামনা আপনার জন্য