নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

বিরহী পক্ষপাত

২১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২৯

কি হবে বেদনায় পরে থেকে?
তোর জন্য রাতভর বিরহী উপোশ করব না আমি,
সারা অন্ধকার কালি মেখে প্রথম দিনের আলোয়
বেমালুম ভুলে যাব মুচকি হেসে
রাতের অভিশাপ টা আমার ছিল না,
ছিল প্রেমের দাবি ।

খুব অংক কষেছি তোর কাছে আসাটা খুব জরুরী ছিল ।
আমার সমস্ত মান অভিমান তো তোকে নিয়েই,
তবু কেন বুঝিস না তোকে কাছে পাওয়ার দাবি টা আমার
কতটা দারুন ছিল ।

ভালবাসা বুঝিস, অভিমান বুঝিস নি
কতটা দুরে রেখেছিস আমায়, দূর থেকে দে্খিস নি ।
আর আমিও, কতবার মিথ্যা দূরে সরে এসেছি -
তোর থেকে তোকে কাছে পাবার জন্য।

কতবার প্রশ্ন করেছি, কি হয় তোর হঠাৎ হঠাৎ?
তোকে তা ঠিক করে বোঝাতেও পারিনি।
হয়ত তুই আমাকে কখনই ঠিক মত গুছিয়ে নিতেই পারিস নি ।
তাই দ্বন্দ্বটা আগাগোড়া ' মন ' কে জ্বালিয়েই গেল,

তাই অকারন অনেক ভেবেছি ,
অনেক - অনেক,
যে ভাবে একটি অন্ধকার রাত ভোরের আযান হয়ে গেল ।
আমার অভিমানে আমি আমাকেই করেছি আঘাত,
তুই শুধু তার মাঝে এনেছিস বিরহী পক্ষপাত ।

বুঝিস নি একটা জীবন কতটা তোর মনে হামাগুড়ি দিয়ে গেল
তাই অভিমান সমতায় দূর হয়ে গেল।
তোর স্মৃতির তেমন পুজি ছিল না আমার,
তাই বার বার তোর কাছেই কুকুরের মত
এই মন কুত্তা হয়ে এল ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪১

আকতার আর হোসাইন বলেছেন: বেশ সুন্দর।

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৭

সনজিত বলেছেন: ভালোবাসা

২| ২১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

মাহমুদুর রহমান বলেছেন: অভিমান ঝরে যাক।

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৭

সনজিত বলেছেন: ঝোরে যাক

৩| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৮

সনজিত বলেছেন: ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.