![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
মুক্তি, তোকে ভালবাসি কি না তা জানি না -
তবে-তোকে নিয়েই চলতে হয়, ভাবতে হয় ঘুমাতে হয়।
আমার হৃৎপিন্ড তোকে নিয়েই থাকে অহর্নিশ,
মৃত্যু কে কাঁচকলা দেখিয়ে বলি;
ভালবেসে যা আরও ভালবাসিস ।
তাই তোকে নিয়েই আমাকে থাকতে হয়,
যেতে হয় যতদূরে যাই;
বার বার ফিরে আসতে হয়
তোকে ছাড়ছি না আর তাই ।
তোকে নিয়েই রোজ রোজ আরশি দেখি
ওখানে তোকেই দেখতে পাই;
এ জীবন ঝেড়েছে বিরহ, এবার
তোকে নিয়েই প্রেম কে দেখতে চাই ।
তোকে নিয়েই
জ্যোৎস্নার প্লাবনে ভাসা মেঘে ভাসতে চাই,
তোকে নিয়েই যেন খুব গোপনে সঙ্গ কুড়িয়ে পাই ।
তোকে নিয়েই খুঁনসুটির খুঁটি পোড়াই ।
তোকে নিয়েই
দীর্ঘপথে পায়ে - পায়ে পা বাড়িয়ে গাই
তোকে ছাড়া শূন্য আমার হৃদয় ভিটা টাই ।
তোকে ছেড়ে আমার কোন বাঁচার আশা নাই,
তোকে নিয়েই আমি যেন মৃত্যু হয়ে যাই ।
২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৩৯
সনজিত বলেছেন: শ্রদ্ধা জানবেন প্রিয়।
২| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৫
মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় ভালো লাগা রেখে গেলাম।
২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৩৯
সনজিত বলেছেন: শ্রদ্ধা জানবেন প্রিয়।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।