নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
আমার বিষন্ন মনের ঘোর কেবলি তুই,
বিরহের দেমাক বিস্তার লাভ করে
হৃদয়ের সমস্ত আকাশ –
শোক –
বিরহের তোপধ্বনিতে দ্বিখণ্ডিত-
স্তৃতি আর বাস্তবতায় সাক্ষী কালবেলা,
মন নিয়ে তোর প্রেম
আমার হৃদ হরণের করে নিত্যখেলা।
সকালের নরম রোদে বুক ঠেলে দেখেছি
কিচ্ছু নেই একটু আলাদা,
ভুল আমার-
ছায়ার অন্তরালে দেখিনি কার ছায়া
ভেবেছি রবি একা-
সব ভুল যোগ্য হয়- যদি পায় ক্ষমা।
মুক্তি, তোর হৃদয়ের খানিক যে কৃষ্ণচূড়ার ছটা
অধরের শোভা,
তার ব্যাখ্যা প্রতিটি কবির হৃদয়ে ব্যর্থ কবিতা ।
যা পাইনি তার কিছু মেনে নিয়েছি -
মানছি একজীবন ব্যর্থতা ।
২| ০৬ ই জুন, ২০১৯ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: আমি যদি কবিতা লিখতে পারতাম!!!
৩| ০৬ ই জুন, ২০১৯ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: আমি যদি কবিতা লিখতে পারতাম!!!
৪| ০৬ ই জুন, ২০১৯ বিকাল ৫:১৪
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০১৯ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। সহজ সরল ভাষা।