নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
একটা পৃথিবী, একটা চাঁদ,
একটা ভীষণ নদী;
আমি পৃথিবীর পথে, চাঁদের সাথে,
নদীর বুকে, ভাসি নিরবধি ।
' তুই ' আমার কৃষ্ণচূড়া, নীলপদ্ম,
ফুলের মাখামাখি,
দশদিকের আঙি;
' তুই ' ছাড়া দিবস - যামিনী
বেদম দিয়েছে ফাকি।
' তুই ' আমার একটা জীবন,
একটা দহন,
একটি সুখের চাবি;
' তুই ' আমার এই জীবনের
মস্ত বড় দাবি।
' তুই ' আমার সুনীল আকাশ -
আমি সেই আকাশের পাখি,
জনমভরে সেই আকাশে
উড়াই ইচ্ছে উড়ার ইচ্ছা রাখি ।
' তুই ' আমার একটি কলম
একটি কবিতা,
কথা বলার বেলা অবেলার সাথি;
তোকে ছাড়া যে কোন দিন
গুমড়ে কান্নার রাতি ।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:১৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।