নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

" একটি নিরব কান্না "

০১ লা জুলাই, ২০২১ সকাল ১০:৫০

[img|https://s3.amazonaws.com/somewherein/pictures/etysonjit/etysonjit-1625115018-7c47753_xlarge.jpg
মা জানো,
সিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,
আজই আমার মাঝে,
প্রাণের সঞ্চার অনুভব করছি.....
হৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,
আমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

জানো মা আমার ভীষণ আনন্দ হচ্ছে,
সুদূরের ভাবনায়.....
কেমন হবে দেখতে পৃথিবী?
আমার প্রিয় মা, বাবা কেমন হবে?
আমার ভাইবোনেরা কেমন হবে?

তুমি এখনও জানতেই পারনি, বুঝতেও পারনি,
আমার আগমনী বারতা ।
তোমার জানতে জানতেই,
আমার বয়স একমাস পুরোবে ।
তোমার ছায়ায়, তোমার মায়ায়
তোমার আদরে, তোমার যত্নে
তিল তিল করে বেড়ে উঠছি....

তোমার অজান্তে, তোমার অলক্ষে, নিরবে।
অনাবিল আনন্দের স্বপ্ন বুনছি মনে মনে.….
আমার অস্তিত্ব বুঝতে পেরে
তুমিও আনন্দে কেঁপে উঠেছিলে,
কিন্তু হঠাৎই ,পর ক্ষনেই.....
অজানা আশংকায় কুঁকড়ে উঠলে!!

ক'দিন ধরেই দেখছি বাবার সাথে কি যেন বলছো.…...
আমি তো ছোট,নরম তুলতুলে
কি করেইবা বুঝবো বড়দের কথা!
বুঝলাম বাইরে যাবার জন্যে প্রস্তুত হচ্ছো।
কোথায় যাচ্ছ আমার সোনা মা?
তোমার মনের আকাশটায় এতো মেঘ জমেছে কেন? মা,

অনুভব করলাম শীতল কোন রুম,
সাদা কাপড়ে দাড়িয়ে.....
অনেক আলো,বড়বড় সব যন্ত্রপাতি,আমি ছোট তাই কিছু্ই বুঝিনা।
অনুভব করলাম তুমি ঘুমিয়ে পড়েছো।
মা,মা,বলে ডাকছি ,শুনছো না কেন?
আমি অসহ্য ব্যাথায় মুচড়ে উঠলাম,
নরম তুলতুলে শরীরে, শক্ত ধাতবের আঘাত। আহ্..…...

ভালোবাসার অতল গহ্বর থেকে
কে আমায় এমন নিষ্ঠুরের মতো
অনাদরে টেনে হিচরে বের করে আনতে চাইছে...?
আমার সোনা মা , তুমি কিছু বলছো না কেন?
তোমার আদরের সোনামনিকে
তোমা হতে বিচ্ছিন্ন করছে?
রক্ত আর রক্ত,যেন রক্তের বন্যা বইছে চারিদিকে...
নিষ্ঠুর,নিমর্ম,নরঘাতক.....

তারপর সবশেষ।
সুন্দর পৃথিবীর ঝলমলে আলো দেখা হলো না... আমার,
তোমায় সোনামা বলে ডাকা হলো না.... আমার,
আমি তো নিষ্পাপ,
আমার কি অপরাধ????
শুধু সবকিছু দেখতেই তো চেয়েছিলাম!!!!
আমি তাহলে না হয় চলেই যাচ্ছি, আমার প্রভুর কাছে।
সেখানেই তোমার অপেক্ষায় রইবো চেয়ে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২১ সকাল ১১:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকারভাবে বাস্তবতাকে কবিতার মাধ্যমে ফুটে তুলেছেন। বর্তমান বিশ্বের চিরচেনা চিত্র।

০১ লা জুলাই, ২০২১ দুপুর ১:৫০

সনজিত বলেছেন: ভালোবাসা

২| ০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:৩৫

হাবিব বলেছেন: দারুণ লিখেছেন কবি ভাই। ++

০১ লা জুলাই, ২০২১ দুপুর ১:৫১

সনজিত বলেছেন: অাপনার জন্য++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.