| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সনজিত
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
একদিন শুধাবো তোমায়,
তোমার আয়নায় আমি –
কি সেই আগের মতই আছি?
আমার চুলে পাক ধরেছে...
চেহারায় বয়সের স্লোগান-
মুখরিত আজকাল দিন;
এই নশ্বর দেহ যদি না পারে,
তোমাকে ফিরিয়ে দিতে
আমাদের সেইসব দিন..
তুমি কি কষ্ট পাবে...?
তাই আজ কাল বড্ড বেশি মনে হয়,
না দেখার প্রাপ্তিই হয়তো –
আমাদের যতদিন বাঁচি...
তার একটা অলিখিত অঘোষিত ,
এক পৃথিবীর বসন্ত উপহার।
আজকাল আমিও হঠাৎ আয়না দেখি...
মাঝে মাঝে ভীষণ ইচ্ছে করে,
যেন তা দেখি যৌবনে পুরুষের চোখ দিয়ে।
কিন্ত....
২৯ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৩
সনজিত বলেছেন: +++ ভালোবাসা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫২
খায়রুল আহসান বলেছেন: ভালো লিখেছেন। + +
বয়স নীরবে বয়ে চলে,
চেহারায় রেখে যায় ছাপ।
এ নিয়মের ব্যত্যয় হলে,
ঘুচবে কি সব অনুতাপ?