নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,\nসিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,\nআজই আমার মাঝে,\nপ্রাণের সঞ্চার অনুভব করছি.....\nহৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,\nআমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

দূরের ভালোবাসা

২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২০


দূর আকাশের উজ্জ্বল তারাগুলো,
যেমন দূর হতেই লাগে বেশ,
তেমনি করেই স্পর্শের চেয়ে,
প্রিয় কিছু সম্পর্কের বন্ধন,
দূর থেকেই ছড়ায় ভালোবাসার রেশ,,

প্রস্ফুটিত পুষ্পরাজি গাছেই শোভা পায়,
হৃদয়ে তারে চাইতে গেলেই মলিন হয়ে যায়।
তেমনি করে আপন কিছু মুখছবি,
দূর হতেই শুধু আলোরশ্মি ছড়ায়,
অনুভবে এ যেন ভালোবাসায় মন রাঙায়।

কূল হতে ঐ স্রোতস্বিনী নদীর
কূলকূল ধ্বনিতে বয়ে চলা,
মনে জাগায় অনুরণন,
তেমনি ভাবে জ্যোৎস্না রাতের ভালোলাগা,
ভালোবাসাকে ভাসিয়ে নিয়ে যায়।

স্পর্শে নয় অস্পর্শেই থেকো,
বাস্তবে নয় কল্পনাতেই ছবি আঁকো,
হৃদয়ে তোমায় পাবার অনূভুতি,
দেয় যে মনে নিবিড় সুখানুভূতি।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৪

খায়রুল আহসান বলেছেন: দূরের হোক, কাছের হোক, সব ভালবাসাই মন ভাসায়।

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪৩

সনজিত বলেছেন: সব ভালবাসাই মন ভাসায়+++

২| ২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২২

মিরোরডডল বলেছেন:




দূরে থাকলেই সেটা ভালোবাসা
কাছে আসলে আকর্ষণ হারায়
তাই দূরে থাক ভালোবাসা
তৃষিতের তৃষ্ণা হয়ে ...



২৮ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪৪

সনজিত বলেছেন: ভালোবাসা জনাব

৩| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫৩

জগতারন বলেছেন:
অসাধারন ভাবগম্বির অনুভবের কবিতা
পড়িয়া আমার খুউব ভালো লাগিলো।

কবি সনজিত-এর প্রতি আমার প্রনঢালা অভিন্দন ও সুভেচ্ছা।

২৯ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৩

সনজিত বলেছেন: ভালোবাসা+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.