![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
বর্ষার প্রথম কদম
বাদল দিনের বাদলা হাওয়ায়,
মেঘের আনাগোনা আমার আঙিনায়।
তোমারি তরে সাজিয়ে রেখেছি প্রিয়,
ঝিরিঝিরি বরষা ভালবাসার প্রথম কদম।
ভেজা বাতাসের সাথে ভেসে বেড়ানো,
থোকায় থোকায় ফোঁটা সুগন্ধি ফুলের সৌরভ,
রয়েছে তোমারি প্রতীক্ষায়।
সাথে আছে রাত জাগা চাঁদ আর সুভাসিত মাতাল করা,
কেয়া, কদম, বেলী, চামেলী।
এসেছে বর্ষা,ঝরছে বারিধারা।
প্রিয়,
দেখ সবুজ প্রকৃতি সেজেছে নবরূপে,
যেন ষোড়শী যৌবনা তরুণী ভিন্ন স্বরূপে।
দাঁড়িয়ে জানালার ধারে তোমার পথপানে।
খোপায় বেঁধেছি সুগন্ধি বকুলের মালা,
বৃষ্টির স্পর্শে আর অনুভবে যেন শুধু তোমাকেই পাওয়া।
এমন উদাসী হাওয়ায়,
মন ভেসে চলে মেঘের ভেলায়।
মনের মাঝেতে মন নেই ,
এসো প্রিয়তম একটিবার এসো, আমার হৃদয় মন্দিরে,
বর্ষা ধারার মতোই প্লাবিত করো, আমার হৃদয় জমিনে।
১৮ ই জুন, ২০২২ সকাল ৮:১৯
সনজিত বলেছেন: +++
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০২২ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।