![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
আমি জানি,তোকে পাওয়া হবে না আমার,
হবে না জীবন বদলের কোন অনিন্দ্য আলোড়ন ;
আমি তো কেবল হৃদয় বাচাতে নিঃস্ব হতে পারি-
ভালবাসতে পারি প্রাণ আছে যতক্ষণ।
আর কি বলার বাকি!
উপহাস্য হতে পারে এ কবিতা,
হতে পারি কবি,
তবু, তুই তো জানিস -এই কবিতা,
চিরসত্য, আমাদের খানিক একটি ছবি।
ভালবাসি সত্য জেনেই ভালবাসি-
মন পাব না আমি-
তবু ভালবাসি যদি চোখের জলে,
তোর মনের ছায়া হয়ে আসে বেনামি।
হয়তো তুচ্ছ তবু ভালবাসি আমি।
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:০৪
সনজিত বলেছেন: ভালোবাসায় রাখবেন। শতত শুভ কামনা আপনার জন্য।
২| ৩০ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৪৫
রাজীব নুর বলেছেন: ভালো।
৩০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:১২
সনজিত বলেছেন: শতত শুভ কামনা আপনার জন্য
৩| ৩০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা বড়ো অদ্ভূত - পেয়ে গেলে কাব্য থাকে না, আবার না পেলে বিরহের অনলে পুড়তে হয়।
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১৭
সনজিত বলেছেন: ভালোবাসা ছিলো জন্য বিরহ এত সুন্দর। তাছাড়া ভালোবাসলে বিরহের অনলে পুড়তেই হবে যে প্রিয়।
শুভ কামনা রইলো সাধু।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:০২
শায়মা বলেছেন: খুব সুন্দর একটা লেখা ...