নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবুও

সব কিছু থেমে যায় এসে, পুরাতন এক বাক্যে।

‘নৈব চ, নৈব চ’

ইতো

‘নৈব চ, নৈব চ’ › বিস্তারিত পোস্টঃ

গুরু তখন শাহবাগে

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৪









গাইতে পারিনা কোন গান আজ শাহবাগ ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর বিরিয়ানী ছাড়া।

কিযে যন্ত্রনা এই চেতনা

বাহারি স্মৃতি তোমাকে ঘিরে বিরিয়ানী জাননা।

গাইতে পারিনা কোন গান আজ শাহবাগ ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর বিরিয়ানী ছাড়া।

কিযে যন্ত্রনা এই চেতনা

বাহারি স্মৃতি তোমাকে ঘিরে বিরিয়ানী জাননা।

হারানো দিনগুলিতে বিরিয়ানী ছিল ছড়িয়ে

এই পেটের সীমান্তে ছিল সুখ জড়িয়ে

হারানো দিনগুলিতে বিরিয়ানী ছিল ছড়িয়ে

এই পেটের সীমান্তে ছিল সুখ জড়িয়ে

কিযে যন্ত্রনা এই চেতনা

বাহারি স্মৃতি তোমাকে ঘিরে বিরিয়ানী জাননা।

লিখতে পারিনা কোন গান আজ শহবাগ ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর বিরিয়ানী ছাড়া।

জানাল লাল পর্দায় ঢাকা

পিয়ালের কামে যারা

তাদের কখন তুলেছি বুঝিনি

জানাল লাল পর্দায় ঢাকা

পিয়ালের কামে যারা

তাদের কখন তুলেছি বুঝিনি

কিছু বোঝার আগে

ছবি ফেসবুকে

বিরিয়ানী হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে

কিযে বেদনা বিরীয়ানীর চেতনা

তোমাকে ভুলে থাকা কোনদিন বুঝি হল না।

গাইতে পারিনা কোন গান আজ শাহবাগ ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর বিরিয়ানী ছাড়া।

কিযে যন্ত্রনা এই চেতনা

বাহারি স্মৃতি তোমাকে ঘিরে বিরিয়ানী জাননা।

গাইতে পারিনা কোন গান আজ শাহবাগ ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর বিরিয়ানী ছাড়া



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!! বাহ!!!

সত্য কথা তিতা
আসলো তেড়ে চেতনার ফিতা
ছিড়েছে যারা স্বার্থে
বৈইমানী করেছে
দেশ আর মা মাটির সাথে!!!

ধিক তাদের ধিক
চেতনার ধান্ধায় কোটিপতি, ঠিক?
তবে আর পার্থক্য কোথায়-?
তাদেরই পূজি, পূজব কেন তোমায়????

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩০

‘নৈব চ, নৈব চ’ বলেছেন:
ইতিহাসের দীর্ঘতম বাংলা পরীক্ষার পরীক্ষার্থি যখন পুলিশের ছ্যাচা খাইয়া লীগের মাঝে জামাত দেখে তখন বিনোদিত হই।

যখন ছাত্রলীগের আবাল নেতা কয় গণজাগরণ মঞ্চ রাজাকারের টাকা নি্ছে তাই তাদের ছেড়ে দিয়েছি। তখনও বিনোদিত হই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.