নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা নেট থেকে টুকটাক ডাউনলোক করেন বা যারা বড় বড় সাইজের ফাইল আমার মত ডাউনলোড করুন তাদের তো IDM ছাড়া উপায় থাকে না ।
আমরা যারা IDM ব্যবহার করি তারা মূলত ক্রাক, প্যাচ বা পেক সিরিয়ার কী দিয়ে IDM রেজিস্ট্রেশন করে থাকি । আমি নিজেও এতদিন এই কাজ করে আসছি । তবে সম্প্রতি এটকা সমস্যা আমি ফেস করেছি । াার তা হলো কিছুক্ষণ পরপর IDM WAS REGISTERED WITH A FAKE SERIAL NUMBER এই মেসেজ টা দেয় ।
যদি এটা IDM দিয়ে ডাউনলোক করাকে কোন প্রকার বাধাগ্রস্থ করে না তবে এটা বিরক্তের সৃষ্টি করে ।
এই এরর মেসেজ দেখানো পরও দেকবেন যে আপনার IDM এর রেজিস্ট্রেশনের ঘরটা ফাঁকা, মানে আপনি ইতমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন ।
আসুন তবে এবার দেখে নেয়া যাক কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় ।
১। প্রথমে আপনার রুট ফোল্ডারে অথার্ৎ
C:Program Files (x86)Internet Download Manager
এখানে যান যদি আপনার উইন্ডোজ ৩২ বিটের হয় তবে
C:Program FilesInternet Download Manager
এখানে যান ।
২। এবার নিচের নামের ফাইলটি খুঁজে বের করুন
“IDMGrHlp.exe”
৩। এবার এই ফাইলটি কাট করে ডেক্সটপ বা অন্য যে কোন ফোল্ডারে নিয়ে আসুন ।
৪। এবার “idmBroker.exe” নামের ফাইলটি খুঁজে বের করুন এবং কপি করুন । পেস্ট করুন আগে যেখানে রেখেছেন সেখানে ।
৫। idmBroker.exe ফাইলটির নাম করুন করুন “IDMGrHlp.exe” এই নামে । (অর্থাৎ যেটা ডিলিট করে ফেলেছেন । )
৬। idmBroker.exe ফাইলটির নাম করন এই নামে “IDMGrHlp.exe” করার পর এই পাইলটিকে পেস্ট করে দিন আপনার রুট ইন্সটল ফোল্ডারে ।
(অর্থাৎ C:Program FilesInternet Download Manager)
ব্যাস কাজ শেষ, আর ডিস্টার্ব করবে না এরর মেসেজ ।
এরপরও সমস্যা বোধ করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন । বা যে কোন ধরণের আই টি সাহায্যের জন্য আমার গ্রুপটাতে ঘুরে আসলে পারেন, যথাসম্ভব দ্রুত আপনাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হবে ।
ডিজিটাল টীম লিমিটেড
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬
ইজীটক বলেছেন: এখান থেকে নামান
https://www.copy.com/s/eRgef1zADKfO/Internet Download Manager 7 IDM_BOSS.exe
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
কৈশর বলেছেন: ???
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০
ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই। কাজ হয়েছে আমার।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
পুলক ঢালী বলেছেন: এতদিন কোথায় ছিলেন এক বৎসর পর একটা পোষ্ট দিলেন । যাই হোক আপনার ভান্ডারে ইসেট ৬ এর ৬৪ বিটের কোন ক্র্যাক প্যাচের চিকিৎসা থাকলে একটু দিয়েন ।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১
ইভা লুসি সেন বলেছেন: আছে তো , মেইল এড্রেস দিন ।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
েবনিটগ বলেছেন: নব
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১১
পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ দিয়ে শুরু করলাম । ঔষধ ব্যবহারের পদ্ধতি সহ দিতে হবে ডিটেইলে। একই সাথে win 8 এ কাজ করবে কিনা জানাবেন । [email protected] । ৩২ বিটের চিকিৎসা থাকলে ওটাও দিয়েন কারন লেপু ২টা ২ রকম ।
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৯
পুলক ঢালী বলেছেন: লেখাটা ওভারলেপিং হলো কেন বুঝলাম না । [email protected]
ওখানে ৩২ বিটের চিকিৎসার কথা বলেছি যদিও বুঝা যায় তাও ত্রুটি রাখতে ইচ্ছে হলনা ।
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
ভালো পোলা বলেছেন: ভাল লেগেছে । কাজের পোস্ট । সরাসরি প্লাস ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩
ইজীটক বলেছেন: IDM_Boss 7.1 নামান serial লাগবেনা।