![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপরের ছবি গুলো দেখা মাত্র আপনার মনে হতে পারে ঈদের বন্ধে চট্টগ্রাম এর ব্যস্ততম আগ্রাবাদ-হালিশহর এলাকা ফাকা হয়ে গেছে। কিন্তু না তা হয় নি। এটা আজ মঙ্গলবার এর একটা ব্যস্ততম দিনের ফাকা তম রাস্তার ছবি। আর এ রাস্তা ফাকার কারন 'মাননীয় রাস্ট্রপতি হালিশহর সেনাবহিনী ক্যাম্প এ আসবেন। শুরু হল মানুষের ভোগান্তি - হালিশহর থেকে হাজার হাজার লোক তাদের কর্মস্থলে যাওয়ার জন্য এ রাস্তা ব্যবহার করেন। এ রাস্তায় চলে টেম্পো, বাস ছাড়া সব পাবলিক পরিবহন। কিন্তু আজকে সবাইকে হেটে হেটে কর্মস্থলে যেতে হয়েছে। অনেকে কাজ ফাকি দিয়েছেন। পরিবহন ছাড়া সাধারন রিক্সাওয়ালার উপার্জন আজ বন্ধ।
সত্যি আজব একটা দেশে বসবাস আমাদের যেখানে সাধারন মানুষের টাকায় রাজার হালে বাস করেন সরকার বাহাদুর রা।
সাধারন মানুষ হিসেবে আমাদের যেন কোন মূল্য নাই। আমরা কি আসলে স্বাধীন দেশের নাগরিক না কি সরকার / বিরোধীদল এদের হাতে নির্যাতিত হওয়া আজীবন কারাবাস প্রাপ্ত কোন দাগী কয়েদী ।
২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
ফেরদৌসা রুহী বলেছেন: আমাদের তো তারা মানুষই মনে করেনা।
৩| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
চাঁদগাজী বলেছেন:
উনার তো সিংগাপুর হাসপাতালে থাকার কথা
৪| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪
প্রবাসী একজন বলেছেন: চাদগাজী ভাই-- উনি সিংগাপুর এ না উনি আমাদের অঞ্চলে।
http://www.dainikazadi.org/details2.php?news_id=1064&table=november2015&date=2015-11-10&page_id=1&view=0&instant_status=0
৫| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮
গেম চেঞ্জার বলেছেন: নাগরিকরা গোলাম আর উনারা জমিদার। ব্যস।
৬| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫
মানবী বলেছেন: দেশপ্রেম বর্জিতদের দেশের মানুষের দুর্ভোগে স্পর্শ করেনা।
যোগ্য নেতা ক্ষমতা পেলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করে, অযোগ্য লোকেরা নিয়ে আসে দুঃশাসন, শোষন আর জনগনের দুর্ভোগ।
৭| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
সুমন কর বলেছেন: সাধারন মানুষ হিসেবে আমাদের যেন কোন মূল্য নাই। আমরা কি আসলে স্বাধীন দেশের নাগরিক না কি সরকার / বিরোধীদল এদের হাতে নির্যাতিত হওয়া আজীবন কারাবাস প্রাপ্ত কোন দাগী কয়েদী । ........হুম
এদের নিয়ে আমিও কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম।
৮| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৫
প্রবাসী একজন বলেছেন: ভাই আমরা সাধারন মানুষ আর সাধানর মানুষ নাই সাধারন পশু পাখি হয়ে গেছি।
৯| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৪
কানিজ রিনা বলেছেন: রাস্তা ঘাট পরিস্কার দেখার জন্যইতো
উনি এসেছিলেন।
১০| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫
আর্টিফিসিয়াল বলেছেন: হ্যা, আমরা সাধারণ , , আর আমাদের দোড় এই ব্লগ পর্যন্তই । আজ থেকে ৫০ বছর পরও এই অবস্থায় থাকবে।
১১| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এইটার নামই গণতন্ত্র
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
প্রামানিক বলেছেন: