![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিটার দিকে তাকালে মনে হয় উনি বোধহয় বিরাট বড় কোন সম্মানের কাজ করেছেন। হুম উনি মানে এমপি লিটন, সরকারের বীর! রাজন এবং রাকিব হত্যাকারীদের ফাসির রায় এর ফাঁকে সুন্দর ভারে সরকার বাহাদুর তার বীর এমপিকে জামিন এ মুক্তি দিয়া দিল।
এই জামিন এ প্রমান হল গরীব শিশু সরকারের কাছে নেড়ি কুকুর ! যাকে ইচ্ছা মত গুলি করে পার পাওয়া যাবে।
আসুন আমরা এ বীরকে নিয়া উল্লাস করি। নৃত্য করি। পৃথিবী দেখুক আমাদের দেশে কোন শিশু আর শিশু না নেড়ি কুকর সমান।
২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১০
প্রবাসী একজন বলেছেন: প্রামনিক ভাই - আমাদের মাফ করা না করা নিয়ে কিছু এসে যাই না। আমাদের কোন মুল্য আছে কি?
৩| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৫
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: চারাল কোথাকার, ও তো মানুষের কাতারে পড়েনি ও একটা পশু , পশু বললেও পশুর সম্মান হানী হবে । একটা নিস্পাপ শিশুকে হত্যা করেও তার মুখে রাজ্য জয়ের হাসি । আল্লাহ দরবারে কোন ছাড় নেই ।
৪| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২০
নিমগ্ন বলেছেন: @@ তারেক আবদুল্লাহ| আপনে কি অজপাড়াগাঁয়ে থাকেন? নিস্পাপ শিশুকে কে হত্যা করছে জানেন কিছু?
(ভাল কথা। আমিও ঐ জনতার সাথে যুদ্ধে বিজয়ী বীরকে আপনাদের ন্যায় যথাযথ সম্মান জানাইতেছি। জনতার সাথে উনারা যুদ্ধ করবেন এইটাই ঠায় বোঝা যাচ্ছে।)
৫| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৮
ক্থার্ক্থা বলেছেন: ওই লোকটারে রাজ্য থেকে প্রবাসে পাঠানো উচিৎ
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৮
প্রামানিক বলেছেন: এবারের মত মাফ কইরা দেন।