![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
One World Order এর একটি প্রোযেক্ট ব্লু বীম প্রোজেক্ট একটা ব্লগ 'কান্ডারী অর্থব' ভাই এর লেখা পড়ে একটা কল্পনা আমার মাথায় আসছে যেটা সবার সাথে শেয়ার করলাম। যেহেতু আমি মুসলিম সেহেতু আমাদের যে ধারনা সেটাকে উদ্দেশ্যে করে লেখাটা। এখানে বলে রাখা ভালো আমার এই পোষ্ট এর সাথে নাস্তিকতা কোন সম্পর্ক নাই।
পৃথিবীর ৯০% মুসলিম এর ধারনা 'কেয়ামতের আগে পৃথিবীতে ৪র্থ আসমানে জীবিত থাকা ঈসা নবী ফেরেস্তাদের ডানায় ভর করে পৃথিবীতে আসবেন সিরিয়া অথবা ইরাক/ইরানের কোন এক কোনায়' তিনি আসার ৪০ বছর পর পৃথিবী ধ্বংস হবে, এটায় পৃথিবীর ৯০% ভাগ মুসলিম মানে আর অপেক্ষায় আছে ঈসা নবী আসার। এটা নিয়ে বড় বড় তথাকথিত ইসলামিক পন্ডিত যেমন (জাকের নায়েক, জাকের নায়েকের উস্তাদ আর বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার বড় বড় পন্ডিতগন কোন দ্বীমত প্রকাশ কোন দিন করেন নাই। ব্যাপার টা সবার জানা।
এবার আমার বাস্তব কল্পনা টা হল :
উপমহাদেশ / আরব বিশ্বের আকা [ মুসলিম অধ্যেষিত দেশ গুলোতে ] ব্লু বীম বিশাল প্রোজেক্ট এর মাধ্যমে ঈসা নবীকে ফেরস্তার ডানায় ভর করে পৃথীবে নামানোর দৃশ্য যখন পৃথিবীবাসী দেখবে তখন মুসলিম সমাজের ভিতরে কি ধরনের মন্তব্য ? ঈসা নবী আকাশে প্রকট হয়ে সবাইকে আদেশ দিচ্ছেন ' আমি সেই ঈসা যার অপেক্ষায় তোমরা আছো, তখন সকল ৯০% মুসলিম পন্ডিতগন সেই ঈসাকে মেনে নেবেন তখন ঈসা নীব বলবেন আমি পুরা পৃথিবীকে একটা নিয়মে চালানো হুকুম নিয়া আসছি। আর নিয়মটা হচ্ছে [ বিস্তারিত ভাবে বলবেন ]। One World Order এর নিয়মের কথা বলবেন।
ঠিক এভাবে পৃথিবীর খিষ্ট্রান, ইহুদি, হিন্দু সকল ধর্মের লোক যারা যার যার অপেক্ষায় আছে সবাই তাদের অধ্যেষিত অঞ্চলে প্রকট হবেন আর এই রকম একটা নিয়মন প্রচলনের কথা বিশ্ববাসীকে জানাবেন।
আর সকল ধমের মধ্যে একটা নিয়ম চালু করার চেষ্টার করবেন যেটা হবে One World Order !!!!!!
কি এটা কি খুব কল্পনা হয়ে গেলো আমি অনেক ঘাইটা, ঘুইটা বের করলাম আমার এ কল্পনা বাস্তবে রূপ নিবে খুব শ্রীঘই, আর সেটা করবে পৃথিবীর ধনী শ্রেনীর একটা গ্রুপ যাদের কে পৃথিবী 'ইলুমেনি' হিসেবে জানে। তাদের বিভিন্ন ধরনের একটা প্রোজেক্ট এর আওতার মধ্যে। ধর্মের মাধ্যেম মানুষকে বশ করা একটা অন্যতম প্রোজেক্ট যেটা হয়তো ২-৫ বছর এর মাধ্যমে বাস্তাবয়ন হতে পারে। যার নমুনা একটা একটু দেখা শুরু হয়েছে। সর্বশেস ' ব্রীসবেনে মেঘের সুনামি দেখা যাওয়া' এ ব্লু বীম প্রোজেক্ট এর একটা অংশ। এছাড়া চিনের আকাশে শহর দেখা সহ আরো অনেক 'সেমপেল' প্রোজেক্ট বিগত ২০১৪ থেকে এ পর্যন্ত দেখানো হয়েছে। এ প্রোজেক্ট এর আসল খেলা হয়তো খুব শ্রীঘই আমরা দেখতে পারবো। প্রশ্ন হল তখন আমারা কি করবো? কাকে বিশ্বাস করবো? এ প্রশ্নের উত্তর কারো জানা আছে?
©somewhere in net ltd.