![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। বাকী রাজা খাজনা, মোটে ভাল কাজ না
২। ভরপেট না ও খাই, রাজকর দেওয়া চাই।
৩। যাই যদি যাক প্রান, হিরক এর রাজা ভগবান।
৪। যে করে খনি তে শ্রম, যেন তারে ডরে জম।
৫। অনাহারে নাহি খেদ, বেশি খেলে বাড়ে মেদ।
৬। লেখা পড়া করে যে, অনাহারে মরে সে।
৭। জানার কোন শেষ নাই,জানার চেষ্টা বৃথা তাই।
৮। বিদ্যা লাভে লোকসান, নাহি অর্থ নাহি মান।
৯। হীরক রাজা বুদ্ধিমান, করো সব ই তার জয়গান।
উপরের এই অমৃত বানী গুলো যে বাংলাদেশী জনগনের কাছে সত্য সত্য হয়ে যাবে এটা কল্পনা করি নাই।
২| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩১
নতুন বলেছেন: উপরের এই অমৃত বানী গুলো যে বাংলাদেশী জনগনের কাছে সত্য সত্য হয়ে যাবে এটা কল্পনা করি নাই।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৫
শাহাদাত হোসেন বলেছেন: নতুন প্রজন্মের হিরক রাজের উত্থান ঘটতেছে ।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৯
নাবিক সিনবাদ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
রুদ্র জাহেদ বলেছেন: খুব খুব প্রিয় একটি সিনেমা। কতবার দেখেছি তার হিসেব নাই।দেশটা এখন অনেকটা ডিজিটাল হীরক রাজার দেশের মতোই বোধহয়