নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসী একজন

প্রবাসী একজন › বিস্তারিত পোস্টঃ

হীরক রাজার কিছু অমৃত বানী!

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪০

১। বাকী রাজা খাজনা, মোটে ভাল কাজ না

২। ভরপেট না ও খাই, রাজকর দেওয়া চাই।

৩। যাই যদি যাক প্রান, হিরক এর রাজা ভগবান।

৪। যে করে খনি তে শ্রম, যেন তারে ডরে জম।

৫। অনাহারে নাহি খেদ, বেশি খেলে বাড়ে মেদ।

৬। লেখা পড়া করে যে, অনাহারে মরে সে।

৭। জানার কোন শেষ নাই,জানার চেষ্টা বৃথা তাই।

৮। বিদ্যা লাভে লোকসান, নাহি অর্থ নাহি মান।

৯। হীরক রাজা বুদ্ধিমান, করো সব ই তার জয়গান।


উপরের এই অমৃত বানী গুলো যে বাংলাদেশী জনগনের কাছে সত্য সত্য হয়ে যাবে এটা কল্পনা করি নাই।



মন্তব্য ৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

রুদ্র জাহেদ বলেছেন: খুব খুব প্রিয় একটি সিনেমা। কতবার দেখেছি তার হিসেব নাই।দেশটা এখন অনেকটা ডিজিটাল হীরক রাজার দেশের মতোই বোধহয়

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩১

নতুন বলেছেন: উপরের এই অমৃত বানী গুলো যে বাংলাদেশী জনগনের কাছে সত্য সত্য হয়ে যাবে এটা কল্পনা করি নাই।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৫

শাহাদাত হোসেন বলেছেন: নতুন প্রজন্মের হিরক রাজের উত্থান ঘটতেছে ।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৯

নাবিক সিনবাদ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.