![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমজানের ৩০দিনঃ
এখন আলোচনা করব রমজান মাসের ৩০দিনের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে –
রমজানের প্রথম ১০ দিন হল রহমতের অংশ। এই দিনগুলোতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য তার রহমতের দরজা খুলে দেন। যারা আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে শোকর গুজার করে, আল্লাহ তাআলা তাদের জন্য অবারিত রহমত বর্ষণ করেন।
রমজানের ২য় ১০দিন হল মাগফিরাতের অংশ। এই দিন গুলাতে আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ মাফ করেন।
রমজানের শেষ ১০ দিন হল নাজাতের অংশ। আল্লাহ তাআলা এই দিন গুলতে তা্র বান্দাদের জাহান্নাম হতে মুক্তি দান করেন।
©somewhere in net ltd.